কবিতা ।। কোথাও জিততে হয় ।। কাজল আচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। কোথাও জিততে হয় ।। কাজল আচার্য


কোথাও জিততে হয় 

কাজল আচার্য


স্তব্ধ পারিপার্শ্বিকতায় ঝাঁকুনি দিয়ে
চলে যায় রাতের শেষ ট্রেন।
হিসাব করার ফাঁকে হকার ঘড়ি দেখা নেয়।
ভোর খোঁজে যে তার তাড়া লেগেই থাকে।
রাতের অমীমাংসিত দরকষাকষি-
কী মেয়েটির সংসার খরচের ফর্দ দেখেছে হাতে নিয়ে।
কতটা আগুনের জন্য কতটা জ্বালানি
নববর্ষের শাড়ি পড়ে নি,
কেউ দেয়নি হাতে ধরে।
ঝড় দিয়েছে বৈশাখী কাল।
পোড়া কাঠ ভাসে নদীর ঘাটে
চলে এসো এখনো পোড়াতে পারি -
শোনে আলো, এ পাড়ার লেখাপড়া না জানা মেয়েটি।
গভীর স্বপ্নে যে হাতির পিঠে চড়ে
পিষে দিয়ে যায় অহেতুক বিধিনিষেধ।
সকাল সকাল তৃপ্তি করে খায়
কোথায় লোকাবে যুদ্ধ জয়ের...




Kajal Acharaya
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near Chandi Mondir)
P.O- Nabapally
P.S- Barasat
Dist- North 24 Parganas
pin- 700126

No comments:

Post a Comment