গল্প ।। দূরবীন ও নববর্ষ ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

গল্প ।। দূরবীন ও নববর্ষ ।। তপন মাইতি


দূরবীন ও নববর্ষ 

তপন মাইতি


তপুর ভাড়াটে বাড়ির ছাদে দূরবীনে দেখি কলকাতার 'উপহার' ফ্ল্যাটের ছাদে হলুদ শাড়ি পাঞ্জাবী সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিচ্ছে।বরণ করছে।শঙ্খ উলু,চন্দন ফোঁটা দিচ্ছে।কেউ আবৃত্তি গল্প নৃত্য রাখল।পিকনিক হল।ফেলফির হিড়িক পড়ল।তখন ব্যালকুনিতে তপুর হাতের তৈরি দার্জিলিং চায়ের ধোঁয়ার মত মেঘ ঘিরে রয়েছে চারপাশ।মোটামুটি এক কিমি দূরের ছবি।এইসব শুনতে না পেলেও দূরবীন চোখে দেখে অনুমান করা গেল।আজ পয়লা বৈশাখ। স্কুল জীবনের নববর্ষের ছবি আমার হৃদয় পটে চোখে ঘরে বাইরে ফুটে উঠল।

তপন মাইতি
ঠিকানাঃ গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারত। 

No comments:

Post a Comment