কবিতা ।। নববর্ষ ।। অধীর কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

কবিতা ।। নববর্ষ ।। অধীর কুমার রায়



নববর্ষ

অধীর কুমার রায়



আকাশও থাকবে,

চাঁদও ঢালবে ধবল জ্যোৎস্না,

লিলি, বেলি ,মাধবী, কেতকীও

ফুটবে আবার জানি।

শুধু হৃদয়ের ডালে

যে ভুলগুলো ফুল হয়ে আছে 

যুগযুগ ধরে নিথর পাহাড়,

তাকে দাও ঢেলে ফেলে আঁস্তাকুড়ে।

নব বরষের বৃষ্টি ধারায়

ধুয়ে যাক হৃদয়ের মলিনতা যত।

হাত বাড়াও বন্ধু মুকুলিত হোক

ভালোবাসার উপাখ্যান।

বিকশিত হোক আত্মীয়তা

সাজিয়ে বরণ ডালা।


-------

ADHIR KUMAR RAY 120/19 SUTIRMATH EAST POST +PS- BERHAMPORE DIST-MURSHIDABAD PIN-742101 

No comments:

Post a Comment