দুটি ছড়া ।। শেখ মোমতাজুল করিম শিপলু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 13, 2024

দুটি ছড়া ।। শেখ মোমতাজুল করিম শিপলু



দুটি ছড়া ।।  শেখ মোমতাজুল করিম শিপলু 


সাজুগুজু 


খুকুমণি খুকুমণি 
রোজ সকালে উঠে, 
ফোকলা দাঁতে চাঁদ বদনে 
হাসি বেজায় ফুটে। 

লাল টিপটা কপালে তার
কাজল লাগায় চোখে, 
মেকাপ করে গাল দুটিকে 
লিপস্টিক দুই ঠোঁটে। 

হাতে চুড়ি কানেতে দুল
সিঁতিপাটে বেনু,
ঘুঙ্গুর পরে হাঁটছে পথে 
 যেনো আলোর রেণু!




ঈদের কেনাকাটা 


নেই ক্লান্তি আজ কারোর মনে 
কেনাকাটার ধুম,
দ্বারে দ্বারে ছুটছে মানুষ 
নেই চোখেতে ঘুম। 

কেহ কিনছে চশমা ঘড়ি 
চুড়ি গয়না বেশ,
মশলাপাতি সেমাই ক্রয়ে 
ঈদের বাজার শেষ। 

চাকরিজীবী মানুষগুলো 
বেতন শেষে পান,
তাইতো তারা শেষ বেলাতে 
খরিদ করতে যান।

নিম্ন আয়ের মানুষ যারা 
গুনছে শুধুই দিন,
 সন্তানকে বুঝ দিয়ে যায়
আছে যে বাপ ঋণ।

চাঁদ রাতেতে হুমড়ি খেয়ে 
করে বাজার ভীড়ে, 
ঈদের পশরা কেনার পরে 
শান্তি ফিরে নীড়ে।

No comments:

Post a Comment