কবিতা।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা।। সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

।।  প্যাণ্ডোরাবক্স ।।


একটা গোপন এই মাত্র খুলে দিল তার প্যাণ্ডোরাবক্স!
সূক্ষ্ম সূক্ষ্ম সূত্রগুলো জোনাকির মতো দপ্ দপ্ করতে করতে হাওয়াই চরকি হয়ে যাচ্ছে।
কৌতূহল টপ্ টপ্ করে ঝরতে ঝরতে রক্তিমাকার নেবার আগেই
কাপালিকের আঙুল পুত্তলিকা এঁকে দেয়।

এয়োতিরা উলু দিতে দিতে বর্তুলাকার চক্র ঘিরে
বরণকুলো সাজিয়ে হাজির
দু এক ফোঁটা চোখের জল নদীর ঠিকানা খুঁজে
বারবার হারিয়ে যেতে চায়। আর সমুদ্র পিয়াসী
নদী সমুদ্রের বিলাসিতা নিয়ে গদগদ।

শোনোনা, প্যাণ্ডোরাবক্স খোলা তো হল
আমাকেও কিছু গোপন খুলে দেখিও, আমিও
কথা দিলাম কাউকে বলবো না,
বিশ্বাস কি খোলামকুচি নাকি!

এসো এবার সমস্ত গোপনকে ঔদার্য শেখাবে।।

                  ============

SUDIPTA BANDYOPADHYAY.
7P/1, RAM ROAD, SARSUNA,
KOLKATA-700061.
""""":::::::::::::::::::::"""""