কবিতা : শম্পা দেবনাথ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : শম্পা দেবনাথ

অন্য বসন্ত


বাধ্যর্কের বৃদ্ধাঙ্গুল ছোঁয়াও যদি যৌবনর আঙ্গুল টাতে
আমার এই জীবন যৌবন পূর্ন হবে যে আজি নব কিশলয়ে।
পৌঢ়ত্বে আনিয়া দি যদি একটুকরো যৌবন এই বসন্ত মাঝে।
তোমার প্রাপ্ত হিয়া দুলবে আজি নব সৌরভ এ ।
তোমারই ভাবাত কল্পনা দুলায়িত মোর চক্ষু ওষ্ঠে বিধিতে।
হাটিব মোরা তরু ছায়াতলে দিবস রজনী ক্রোশ পর ক্রোশ
হাজার মাইল দ্বিধা দ্বন্দ্ব ভুলে, হাতের পরশ রইবে হাতে দৃষ্টি সুধা ঝরবে আখি পানে, চেয়ে রইবো মোরা আগামী স্বপ্ন টাতে
রঙ্গিন ধারা মেশাতে।

===================
শম্পা দেবনাথ।
আদর্শপাড়া, শ্যামনগর।
উত্তর ২৪ পরগণা।
8240184225