কবিতা -- রাণা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা -- রাণা চ্যাটার্জী


নারীই দুর্গা, দুর্গা মানেই নারী

                          

"নারী মানে দুর্গার রূপ,দুর্গা মানেই তো নারী"
আমরা পুরুষ কত কিছু সহজে বলতে পারি!
সত্যি করে ভাবনা আসে প্রশ্ন করছি সোজা
না মন রাখতে  হরেক কথা ,বলতে ভারী মজা?

নারীতো দুর্গা খাঁটি ,তবু কেন নয় স্বাধীন বিচরণ
সংসারের সে ধারক-বাহক যতই অভাব-অনটন।

সুস্থ রুচি সংস্কৃতির,বাড়ির  দায় সামলায় নারী 
আমরা পুরুষ কেবক বড়াই  দেখাই বাহাদুরি।
গৃহ শান্তি, সন্তান পালন, রান্নাবান্না কত্ত কাজ
আদেশ,অভিযোগে আমরা ঠিক যেন মহারাজ।

সমাজ সংসার সুস্থ থাকে পুরুষ থাকলে পাশে
ঝড়ঝঞ্ঝা সামলিয়েও নারী, ঝলমলিয়ে হাসে।
নারী-পুরুষ উভয়ের পরিপূরক, যেন মেঘ বৃষ্টি 
দুজনের বিগড়ালে ঘর,মনের ক্ষতি, অনাসৃষ্টি।

অসুর রুপি ঘুরছে পুরুষ, কতো প্রলোভন-ফাঁদ
প্রেম জোছনার ভরা স্রোত, যেন পাইয়ে দেবে চাঁদ।
দুর্গা যেমন বীর দাপটে  দেখি অসুর দমন করে,
সুপ্ত নারী প্রয়োজনে দুর্গা সাজুক, অস্ত্র হাতে ধরে।

সূর্য যেমন দৃপ্ত পুরুষ, মিষ্টি রোদ্দুর তার সঙ্গী
নারীরা পাক যোগ্য সম্মান, বদলাক দৃষ্টিভঙ্গি।
নারী-পুরুষ সমান সমান, অদ্ভুত এক মেলবন্ধন 
নারী দুর্গা, দুর্গাই নারী তবুও সেরা নারীর রন্ধন!