মুহম্মদ আল আমিন ।। কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

মুহম্মদ আল আমিন ।। কবিতা


''কইতে নারি''
মুহম্মদ আল আমিন

কইতে নারি সে কথা:
বেশ! এই নাও, হেসে দিলাম; 
দু'চোখে চেখে নাও।
এবার পিছনে পা বাড়াও! 
প্লিজ! ঘর যাও।