কবিতা : শুভঙ্কর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : শুভঙ্কর দাস


            এক অচেনা পথ



                          এক অচেনা পথ
            এ যেন এক নির্জন লক্ষবর্হিভূত পথ
              যে পথে চলে না শত শত জীবজন্তু ও
      কোটি কোটি আবালবৃদ্ধবনিতার ঢল, দুরন্ত বাতাস 
             এবং নির্জন কোলাহল ;
       আর সেই পথেই চলি আমি, শুধুই আমি।
যে পথের প্রতিটি বাঁকে হাজারো প্রতিবন্ধকতা 
             আমায় পিশাচের মতন গিলে খায় ; 
        অদ্ভুত এক ঝড়ের তান্ডবলীলা এসে
আমার শরীর থেকে হাড়, রক্ত, মাংস বালির মতো গুঁড়িয়ে উড়িয়ে দেয়।
যে পথের চতুর্দিকে অজস্র কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া 
সেই ধূসর বাজপাখিটার মতন সুযোগ খোঁজে সর্বদাই আমায় ছোঁ মারার।
কিন্তু সত্যিই কী অদ্ভুত আমি !
যেখানে হাজারো প্রতিবন্ধকতার বিষাক্ত বেড়াজাল
আমায় সর্বদাই পিশাচের মতন গিলে খাবার তোলপাড় করছে ;
আমি সাত পাঁচ না ভেবেই, বিষাক্ত বেড়াজালের ঘেরাটোপে
সেই মায়াবী অচিনপুরের দেশে এক অচেনা নির্জন পথে ঘুরেবেড়াচ্ছি।
যে পথে চলে না কোনো জীবজন্তু, আবালবৃদ্ধবনিতার ঢল, দুরন্ত বাতাস 
         ও নির্জন কোলাহল ;
        সেই পথেই একাকী আমি।
আর সেই পথের শত প্রতিবন্ধকতা ও বিপর্যয়কে ভূলুণ্ঠিত করে,
একরাশ স্বপ্ন ও আলোর ছটাকে জীবনে চলার পথের পাথেয় করে 
সেই নির্জন পথ ধরেই চলি আমি, শুধু আমি।