সুবীর হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

সুবীর হালদারের কবিতা



                     দৈন্য 

         ________________

গ্রীষ্মের দাবদাহ
উষ্ণ বাতাসে নিঃস্বের কোলাহল 
জনহীন রাস্তায় 
দৈন্যের কন্ঠস্বর
মাটি ফুটি ফাটা 
ধু ধু  মরুভূমি
নবীন প্রবীণ বৃক্ষের শিরাশূন্য
গৃহস্থের আঙিনায় ঘুঘুর আনাগোনা 
জ্বলন্ত উনুনে অন্নহীন হাড়ি
ফুটন্ত জলবাষ্প মেঘ সঞ্চারে রত
চাতক দৃষ্টে অন্ন লাভে অবুঝ শিশু 
এ যেন ছেলে ভোলানো খেলা 
ক্ষুধার দ্বারে পরাস্ত মানবজাতি
দৈন্য পদবিতে পরিচিত ।।
-----------------------------

সুবীর হালদার
কৃষ্ণনগর নদীয়া 
পিন :741101