কবিতা ।। মোনালিসা পাহাড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। মোনালিসা পাহাড়ী








জনজাতির মা



 হৃদয়ের ভেতর কতগুলো আকাশ জমিয়ে রাখলে
একটা দেশের মা হওয়া যায়!!
কিংবা একশো কোটি মানুষের আশ্রয় হওয়া যায়
মনের ভেতর কতটা শুদ্ধতা মিশিয়ে রাখলে!!
ঠিক কতগুলো দূর্গার সম্মিলিত রূপে হয়ে ওঠা যায় জগৎজননী.....

টকটকে ফর্সা, টিকালো নাক,ছোট করে ছাঁটা চুলের মেয়েটি
হয়তো একটা মন্ত্রই জানতো
'ভালোবাসা'।
এই মন্ত্রের জোরে নারী অত‍্যাচার জর্জরিত ভারতবর্ষের কাদামাটি,জল হাওয়ায়
ইস্পাত কঠিন স্নায়ুর ভেতর দয়া মায়ার স্রোত বইয়ে দিয়েছিল মেয়েটি-
যার মৃত্যুতে একশো কোটির দেশ অশৌচ মেনেছিল...

যার অকাল মৃত্যু একটা দেশকে কাঙাল করেছিল।।

======================
মোনালিসা পাহাড়ী
প্রযত্নে- চন্দন দাস
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪৫১