কবিতা -- সত্য মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা -- সত্য মোদক


তাঁর পরশ

       

পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা লিখি
কাটাকুটি 
আর অনেক প্রশ্নের মুখোমুখি
শব্দচয়ন পর পর সাজানো
ঠিক ! না ভুল?
লড়াই চলত নিজের সাথে
কি লেখা ?—এটা 
পাঠকরা কি হাসবে? নাকি ব্যঙ্গ করবে
আবার মনেহোত এটা বুঝি বেশ
সারাক্ষন কাঁটা হয়ে থাকত৷
অবুজ মনকে সামলাতে নাপেরে
আবার লিখতাম
কাটাকুটি করতাম
শব্দ ,বানান ছন্দ মেলাতে
এই বুঝি ভুল হ'ল
কত খুনশুটি করেছি
লেখানিয়ে নিজের সাথে৷
তবু লিখেছি
এলেবেলে লেখা 
কোথায় প'ড়ে থাকে 
কে তার খোঁজ রাখে
সময় সময় ভাবতাম 
কি হবে ওসব দিয়ে
এর মাঝে সেই হাতটি
পড়ল পিঠে
ছায়া হয়ে পাশে
প্রতিটি লেখা নিয়ে 
কানে এলো যে
ভালো,মন্দ ,ছন্দ ছন্দহীন
সবি সৃষ্টি
যে জন্মদেয়—সৃষ্টি করে
সে তার মা তার বাপ
পিতা মাতা তার সন্তানকে
জীবনদিয়ে আগলে রাখে
সে-ই থেকে চলছে
আগলে রাখার সংগ্রাম৷
গড়গড়িয়ে নয় 
যেমন হোক উৎসাহে 
তাই-তো চাই
সারাজীবন যেন  ঐ
পরশ থাকে .....

==============

সত্য মোদক
হেলেঞ্চা,বাগদা,উত্তর ২৪ পরগনা
৭৪৩২৫১
৮৯২৬৪১২৩৫৪