মৌমিতা ঘোষালের অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

মৌমিতা ঘোষালের অণুগল্প

সম্পর্ক



ভিড় ঠেলে লোকাল ট্রেনে ওঠা এখনও ধাতে আসেনি শ্রীময়ীর। শেষ প্রান্তের কোনার দিকটা থেকে শুনতে পায় ডাকটা, 'শ্রীময়ীদি, এই যে এদিকে, চলে এসো।'
একদম ঠিক, তমা ছাড়া কেউ নয়। এত ঘিঞ্জি ভিড় বাঁচিয়ে ঠিক রুমাল রেখে জায়গা রেখেছে। বহু কষ্টে পৌঁছানো গেল। শ্রীময়ী ওঠে উত্তরপাড়ায়। তমা সীট রাখে। তারপর শুরু হয় গল্প। শ্রীময়ী মন খুলে বলে, তার সংসার, অশান্তি, অভাব, শাশুড়ির গঞ্জনা, বাচ্চার দুষ্টুমি, অফিসের গাল-গল্প। তমাও ভাগ করে নেয় বাড়ির গল্প, কলেজের গল্প, পিকনিক, আড্ডা, কলেজের গেটে ফুচকা- চুড়মুড়ের গল্প। ভাগ করা সুখ দুঃখ নিয়ে রোজ তাদের দেখা হয়, একসাথে যায়, ফেরেও একসাথে। শ্রীময়ী নেমে যায় উত্তরপাড়ায়। ট্রেন তাকে ফেলে রোজ এগিয়ে যায় দূরে, আরও দূরে। সঙ্গে তমাও। রোজ স্টেশন থেকে ফিরতি পথে মনে পড়ে, 'যাহ, আজও জিজ্ঞেস করা হল না, তমা যায় কতদূর!'