কবিতা ।। জসিমদ্দিন সেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। জসিমদ্দিন সেখ

  শান্ত মাথার খুনি

                           
বিনাশ হতে পালিয়ে গেছি আঘাত গুলো মেরে,
শেষ জীবনে পৌছেও প্রাণ দেয়নি ভিক্ষা করে ।
কথা ছিল বিনাশ দেহ ফেলবে অজ্ঞাত কোনে,
জানতে এটাও হত্যার আগে ধর্ষিত ছিলাম প্রাণে।
মৃত্যু হলে শুনতে পেতে পালিয়ে গেছে ওরা
আঘাত গুলো ঠিক সময়ে নাইবা দিতাম নাড়া।
পাল্টে গেল মুহুর্তে সব আস্থা গেল টুটে
কুঠুরিতে ডাক পরে রায় দিয়েছে বন্দি কপাটে।
রায় দিয়েছে হত্যাকারী মানুষ খুনি মেয়ে,
বুঝেনি তারা বিনাশ হতে খুন করেছি চেয়ে।
হাতের তালু নরম ছিল সঙ্গে ছিল নেলে পালিশ,
তবুও কেন বিচারপতি আমায় নিয়ে হয়েছে বিষ।
বুঝেনি মোর সহানুভূতি বিচার দিল ফাঁসি
আইনেতে ভূল করেছে কেঁদেও রইব হাসি।
প্রাণ বাঁচাতে খুন করেছি নইতো আমি হানি,
বিচারে মোর নাম দিয়েছে 'শান্ত মাথার খুনি'। 
=============================
ঠিকানা.........
নাম: জসিমদ্দিন সেখ
গ্রাম: রঘুপুর, পোঃ : ভট্টবাটি
থানা: নবগ্রাম, জেলা: মুর্শিদাবাদ
রাজ্য : পশ্চিমবঙ্গ, ভারত
ডাকসূচক সংখ্যা : 742149

হোয়াটসঅ্যাপ নম্বর : +9660576891425