কবিতা ।। নাসির ওয়াদেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। নাসির ওয়াদেন

 

চেনা অচেনার গল্প



কতদূর চিনি চরিত্র তার কতদিন ধরে
গোলাপি মেঘের রোদে বারান্দা জুড়ে
ভাষা ঠিক গ্রাম হয়ে ঢোকে এ  শহরে
রাস্তাঘাট চেনা বাকি, কাছে থেকে দূরে

দৃষ্টি মাখা ভেজা শব্দের কোল ঘেঁষে বীণা
বাজে সুর হাওয়ায় তালি মারা আলপথে
ক্লান্তিজ্বর কাঁধে চড়ে পেরিয়ে  চলে অজানা
অকথিত ভাষাদেশে, সান্ধ্য তারার জগতে

ডানার সংকেতে ফিরে পাখি নিজ নীড়ে
বিদ্যুত-আঁকা পথ  আলোহীন ঠোঁট
বৃষ্টিপতন শব্দে মাছের স্পর্শরেখা জুড়ে
শিহরিত গন্ধ-ঢেউ  মাতে, বিমর্ষ করোট

অরণ্য নিজ ভাষা বোঝে, পাতার মৃদু মর্মরে
নৈঃশব্দের স্বপ্নডালি ছুঁয়ে যায় গভীর শিবিরে

                         ------


        কৃতজ্ঞতা

             

কৃতজ্ঞতা আসে না সদর দরোজা দিয়ে
চুপি চুপি আসে
ভালবেসে নয়
কিছুটা ফাইফরমাশ মেনে

অস্তিত্ব হাওয়া হয়ে গেছে
বেপাড়ার কুকুরের মতো
সংশয় নিয়ে ঘোরে

সূর্যের আলো চুষে ফড়িঙ
সবুজ ঘাস এখন
গর্ভবতী হতে উন্মুখ
পিপীলিকা গর্ভে সন্তান ধারণ করে আছে

তিনমাসের ডিম্বাণু কোষ পূর্ণ করে
অসংখ্য প্রাণের সৃষ্টি করছে
কেউ ভাবছি বলে মনে হয় না

কৃতজ্ঞতা তাদের থাকার কথা
যাদের বিবেক নামে বস্তু আছে

আমি বোধকে খুন করেছি
তাই কৃতজ্ঞতা আমার কাছে
আসতে ভয় করছে

             ------

নাসির ওয়াদেন
সৌম্য জেরক্স, স্টেশন রোড
পোস্ট    মুরারই,
জেলা    বীরভূম
পিন কোড   731219
ফোন নম্বর -- 8926625921
               ------