কবিতা : সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়

আইহোল


একলা পাল্লাটা
দড়াম আওয়াজ করে
হাওয়ার ঝাপটায়
তাই বন্ধ দরজার
আইহোলের আড়ালে
নাইটিটা এসে দাঁড়ায়
কিসের এক অজানা আশঙ্কায়,
অথচ সেদিন ছিল
লক্ষ্মী আড়ালে
লালপেড়ে শাড়ীতে
ঝকঝকে হাসিতে
দুইপাল্লা খুলে
অতিথি আহ্বানে
কত না আন্তরিক।।

এন্ আর সি*****
সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়
দুটি পথশিশু খেলছে
ঘুর্ণায়মান সিঁড়ি বেয়ে 
উঠছে আর নামছে,
ওদের খেলার মাঠ নেই
উপকরণ ও কিছু নেই
মা বাপের মানা নেই
ভাত কাপড়ের চিন্তা নেই
এন্ আর সির ভয় নেই,
ব্রীজের তলার বাসিন্দা ওরা
আগামী ভারতবর্ষ
যেখানে কারো জাগে হর্ষ
কেউ বা থাকে বিমর্ষ, 
চাঁদে হারায় বিক্রম
মেঘ ঢাকে তারাদের।।

=================

সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়
34 সৌদামিনীনগর, মোড়পুকুর
হুগলী 712250 **9903676183