বিজয়ন্ত সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

বিজয়ন্ত সরকারের কবিতা



 সঞ্চিতা


ছোট থেকেই ঠিক-বেঠিক সঞ্চয়ে
বেছে নেওয়া যতটুকু স্বচ্ছতার সম্ভাবনা,
তার চেয়েও কঠিন একা থাকা।

এমন তো মানুষ থাকে, -
যন্ত্রণার ভাগ দিতে পারেনা...
ইনফিনিটিভ্ অভিমানের নাগপাশে দাঁড়ায় একা।

সীমিত ক্ষমতায়, একজন মেয়ে হয়েও পারে...
নিজের অস্তিত্বকে প্রগাঢ় হাতে ঠিকানা দেয়।
কাঁদতে পারেনা, অথচ ভেতরটা থৈ থৈ রাত্রি গভীর।

যৌবনের দ্যুতিকে নিষ্ক্রিয় করা মেয়েটার,
উল্টো নিয়মের লড়াইয়ে হেঁটে যাওয়া মেয়েটার...
পিটুইটারিটা অনন্য সমর্থিত, সবুজ আকাশের মত।

এবং আড়চোখে তাকানো পড়শী,
সম্পর্ক না রাখা আত্মীয়...
এসব থেকে অনেক বেশি দম লাগে শপথের পথে।

দিন-ক্ষন পাল্টায়,
পাল্টায় না সামাজিক যাতনা।
ওরা জন্মদাত্রী না হয়েও, হয়ে ওঠে মা...
একা। একটা মেয়ে যথেষ্ট। জীবন ক্যাসকেড্ থামে না।

--------------------------------------------------------

বিজয়ন্ত সরকার
মিলন পাড়া (ক্ষুদিরাম পার্কের নিকটে),
রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134
চলভাষ: 7908067850