কবিতা -- চন্দন সুরভি নন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা -- চন্দন সুরভি নন্দ

           

   ঝর্ণা

                   
ঝর ঝর বইছে ঝর্ণা 
দেখেছিলেম তের বছর আগে 

তারপর এপ্রান্ত থেকে ওপ্রান্তে
অনেক সাপ লুডো পেরিয়ে 
দাঁড়িয়েছি রাজপথে 
খড়কুটো ধরে কোনোমতে 

এতদিনে বদলেছে পৃথিবী 
বদলেছে নদীতট, প্রেম আর বুদ্ধ 
এক বোমে গোটাদেশ, পরমাণু যুদ্ধ 

কিন্তু  তের বছর পরে 
সে আগের মতই জেগে 
দিনরাত ঝরঝর বেগে
কোটি কোটি জলবিন্দুর
সম্মিলিত স্রোত একই গিরিপথে ধায় 
পৃথিবী বদলে যায় 

যুগ যুগ ধরে 
অভিব্যক্তি হীন অবিরল জলোচ্ছ্বাস 
আছড়ে ফেলে নিজেকে কঠিন প্রস্তরে
উন্মাদ সাগরের ঢেউ এর মত 
অভিমানী বেসুরো গর্জনে 

কেন এই বিচ্ছিন্নতা? 
পাহাড়ের কোল বেয়ে নিরলস প্রবাহমান 
বিবর্ণ এই পৌঢ়া কি অবিবাহিতা?
----------------------------
chandansuravi Nanda
Purulia
Email-chandansuravi. nanda@gmail.com
Pho-8617674819