অণুগল্প : সঞ্জয় গায়েন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

অণুগল্প : সঞ্জয় গায়েন


মাটি

দুর্গাপ্রতিমার সোজাসুজি দেবীঘট বসাতে গেলে রে রে করে উঠলেন পূজা কমিটির কয়েকজন। ঘটগুলো সাইডে বসান। উদ্যোক্তাদের স্পষ্ট আবেদন। বয়স্ক পুরোহিত অবাক। জিজ্ঞাসু চাহনিতে বুঝতে চাইলেন নিজের ভুল।

মুখে চওড়া হাসি নিয়ে আয়োজকদের একজন বলেন, গতবছর ঠাকুরকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তোলার খুব অসুবিধা হয়েছিল। সোজাসুজি ওই সব ঘট-মট থাকার জন্য। পায়ে লেগে যাচ্ছিল। তাই এবছর সামনে ওসব ঘট রাখা যাবে না। তাছাড়া এবার আমাদের থিম, ফ্রন্টে সেলফিজোন, মাটির ভাঁড় থাকবে কোণ।

পুরোহিত সবটা বুঝতে পেরে বুকে তুলে নেন ঘটখানি। তারপর দেবীমুর্ত্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, মা গো তোমার পুজো এ বছর থেকে মাটি...
          
                     *** 
                  সঞ্জয় গায়েন   
        উমেদপুর, পো-চাউলখোলা,
      দক্ষিণ চব্বিশ পরগনা-৭৪৩৩৭৭
        Phone- 8436368860
       Whatsaap-8617794673