Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

রম্য রচনা : সান্ত্বনা চ্যাটার্জী


(ভগলুর ডাইরি)

নতুন পাড়া


এ পাড়ার মানুষ গুলো বেশ ভালো জানো ।
কি করে বুঝলে? সবে তো এক সপ্তাহ হয়েছে এসেছি ।
না মানে পাশের ফ্ল্যাটের গুপ্তাজী এসেছিলেন
আলাপ করতে।
তার বৌ আসেনি
না বৌ নাকি মাইকে গেছে ।
মাইক বাজাচ্ছে ?
আরে না ওরা বাপের বাড়ি কে মাইকে বলে।
অ -- তা কি আলাপ হল?

এমনি সব কথা । জানো গুপ্তাজী আমাকে ফুলকির দিদি ভেবেছেন । যখন বললাম আমি ওর মা , মানতেই  চায়না।

নড়তে চায়না তো ধাক্কা মেরে বের করে দিলেই পারতে ।

কি আশ্চর্য ! কি বলছি আর কি শুনছ । বলছি আমার বয়স নাকি বোঝাই যায় না ।

সেটা তো ঠিকই ; রিক্সাঅলা বলছিল আপকি মাতাজি আভি আভি মেরে রিক্সামে বজার সে সামান লাই ।ইস উমরমে ইতনা কাম করনা ঠিক নেহি ।

ঈঈশশশ, ল্যাগব্যাগে শিরিঙ্গে বাঁশঝার একটা, কুল আঁটি মাথা ; ইদের চাঁদের মতন মুখ । মিথ্যে কথা বলার যায়গা পাওনি । আমাকে তোমার মা ভেবেছে ! তোমার মতো খ্যাঁরা কাঠি আলুদ্দমের ..

আরে আরে চোটে যাচ্ছ কেন । রিক্সাওয়ালা কে ছারো আজ সনি টিভিতে একটা বই আছে রাজেশ খান্নার চল একসংগে বসে দেখি।

কি বই?

হাতি মেরা সাথী ।

ঘুরিয়ে কথা বলবেনা বলে দিচ্ছি । নিজেকে দেখেছ আয়নায় , একেবারে ণৃপতি চ্যাটার্র্জী ।বুড় ভাম কোথাকার । কি দেখে যে বাবা বিয়ে দিল কে জানে ।
ব্যাটবল ।
মানে?
মানে তুমি তো হিন্দি সিনেমার টুন টুন এখন । তখন একটা বড় ফুটবল ছিলে । তার সংগে তো ব্যাট এর থাকা দরকার ।
তাই এই অধম শ্যাম সুন্দর বটব্যাল । যাই বল তোমার বাবা খুব বিচক্ষন মানুষ তখন ই বুঝেছিলেন এ গন্ধমাদনপর্বত ঘার থেকে নামাতে গেলে আমার মতন মজবুত ঘার দরকার।

ঘার ধাক্কা দিয়ে বের করে দেব । বড্ড বার
বেড়ে গেছ । যা মুখে আসছে তাই বলবে !

একটা হুলো বিড়াল যেন ইঁদুর ধরেছে এমনি ভাবে আমাকে দেয়ালে চেপে ধরেছে

য়্যায় ,মারবেনা বলে দিচ্ছি । আমি পুলিশ ডাকব, ফুলকি কে বলে দেব ।

য়্যায় চপ , পুলিশ ডাকব, ফুলকি কে বলে দেব। কচি খোকা । আজ ঝেঁটিয়ে বিষ ঝেরে দেব তোমার ।

কে রে বেল বাজাচ্ছে !

সমস্বরে উত্তর এল , আমরা আপনদের প্রতিবেশী । এতো চ্যাঁচামিচি হচ্ছে তাই ভাবলাম দিনে ডাকাত পড়েছে সাহায্য.

দরাম করে দরজা খুলে বৌ বলল আরে না না । উনি আবার কানে কম শোনেন কি না তাই জোরে কথা বলতে হয় ।

তা বলে এতো জোরে ! কানের যন্ত্র কিনে নিলেই তো হয় ।

কেন আমরা যন্ত্র কিনব কেন ! আপনাদের অসুবিধা হচ্ছে যখন কানে ছিপি কিনে লাগান ।

হতভম্ব নতুন পাড়া প্রতিবেশীদের নাকের উপর দরাম করে দর্রজা বন্ধ করে বৌ আমার পা দাপিয়ে ঘরে ঢুকে গেল ।




জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত