প্রণব চক্রবর্তীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

প্রণব চক্রবর্তীর কবিতা


সেই জানালায় এখনো

                  

যে জানালা দিয়েই রোদ এসে 
                                  আমাকে ডাক দিতো   
আমাকে দেখাতো 
আলোকিত ভূবনের গোটা ছবিটা
উত্ফুল্লিত আমি
খোলা জানালার ধারে বসে দেখতাম
সবুজ গাছপালা
নীল আকাশ আর 
                    পাখিদের লুকোচুরি খেলা  
ইচ্ছে হতো
আমিও ওদের সাথে আলোর গন্ধ মেখে
নীল আকাশে ভেসে
                      এগিয়ে যাই সূর্যের দেশে 
আজ আর আসেনা সেই সোনামাখা রোদ
আমি সেই খোলা জানালার ধারে
                                 এখনো দাঁড়িয়ে থাকি   
দেখি
বাইরের ঘনিভূত অন্ধকার 
                                 ক্রমশ জমাট বাঁধছে 
অন্ধকারকে কেটে যে সরাবে 
সেই আসল কাল-পুরুষও 
          আকাশের অঙ্গন থেকে উধাও হয়েছে... 

==============================
প্রণবকুমার চক্রবর্তী,
৩৭/১ স্বামী শিবানন্দ রোড , চৌধুরীপাড়া৷, বারাসাত, কোলকাতা - ৭০০১২৪,
 মো ঃঃ ৮৭৭৭৬৮৫৯৯২ এবং ৯৪৩৩০২৮৬৮৫।