কবিতা -- ফিরোজ হক্ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা -- ফিরোজ হক্

       নিদ্রাহীন রাত

             

এই যে তুমি থেকে‌ হঠাৎ তুই-এ চলে আসা আর
বুকের ভিতর ছুরি মারার কোনো তফাৎ খুঁজে পাই না।
ভনভন করে আগুন জ্বলতে থাকে
আমার ১০৮বারের ক্ষমা প্রার্থনাও
তোমার কানে প্রবেশ করে না।

দুটি মিষ্ট কথার স্বাদ অনুভবের ভিক্ষা চাই
 তুমি অভিমান নিয়ে গর্ব করতে থাকো, 
এদিকে তোমার গর্বে আমি যে কুঁচি কুঁচি হয়ে ছিঁড়ে যাই-
সেদিকে‌ দৃষ্টি থাকে না।

চোখের জল,শরীরের কম্পন নিয়েও
তোমার‌ কাছে নত হই।
ঘুম প্রার্থনা করি,
গতকাল রাত্রি দেখেছিলাম
ঘুম দেখিনি...

অসহ্য চোখে আমার লেখা প্রতিটি বর্ণ দেখো
ভালোবাসাকে পাগলামি বলো
হয়তো পাগল ঘোর পাগল
তোমার ভালোবাসায়।

উচিত অনুচিতের তফাৎ বুঝলেও
তোমার অভিমান অনুচিতে উৎসাহ দেয়
তারপর...

ঘোর ক্ষতি চেনেও অভিমান আঁকড়ে বসে থাকো
একসময় B for Bye বলে চলে যাও।

সঙ্গ থাকে আমার নিদ্রাহীন রাত...
         ------×-----

ঠিকানা:
ফিরোজ হক্
গ্রাম+পোস্ট-মেটেলী
জেলা-জলপাইগুড়ি 
পিন-৭৩৫২২৩ 
যোগাযোগ-8345091415/6294631353