কবিতা - দেবাঙ্কুর কুন্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা - দেবাঙ্কুর কুন্ডু

 অস্তগামী সূর্য আর আমি



অস্তগামী সূর্যের শেষ আবছা আলোয়
আকাশটা এখন ম্লান রক্তাক্ত,
আরও একটা দিনের আয়ু ফুরিয়ে এল...।

আমি আজ একাকী দাঁড়িয়ে আছি,
লাল আভা গায়ে মেখে...
অদূরে অপেক্ষমান নিকষ কালো অন্ধকার।

কয়েক ঘন্টা আগেও সূর্যটা ছিল নিটোল বৃত্ত;
আস্তে আস্তে সেটা ভেঙেচুরে
ছোটো হয়ে যাচ্ছে, রক্তপাত বেড়ে চলেছে।

সূর্যটা এখন অদৃশ্য ,আকাশের গায়ে লেগে আছে
শুধু কয়েকটা রক্তিম স্মৃতি...
সেগুলোও অস্পষ্ট, অন্ধকার গ্রাস করছে তাদের।

আমারও জীবন-সায়াহ্ন উপস্থিত ;
ঐ সূর্যের মত ছোট হতে হতে
হারিয়ে যাব একদিন, গতানুগতিকতার মাঝখানে।

গোধূলির সূর্য নয়নাভিরাম, শান্ত সৌন্দর্য;
কিন্তু আমি যে কেন দেখি
সন্ধ্যা নামার বিষন্নতা, দিবস সমাপ্তির বেদনা...।

======================


কবি: দেবাঙ্কুর কুন্ডু
ফোন নং: 7003929432
ঠিকানা: 4/A Ira Tower, Missionpara, Rahara, Kol:-700118