কবিতা ।। ফরহাদ হোসেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। ফরহাদ হোসেন


ওরা

------

প্রখর রৌদ্র
ঘুমিয়ে গেছে তারা।
আপনার পাড়ায় সূর্য ঢাকা-আকাশ বাড়ি,
ওদের পাড়ায় মুক্ত আকাশ!...
আবছা আলোয় সন্ধ্যা নামে...
খেক শিয়ালের হুক্কা হুয়ায় কান্না যারা দাবিয়ে রাখে,জানেন ওরা কারা?
আপনাকে সিংহাসনে বসাতে গিয়েই
রক্ত মেখেছে যাদের গোটা পাড়া।

নিশিরাত...
ফিসফিসিয়ে পিরিতের কত কথা!
দীন-দুঃখিনী মানুষ ওরা-ভোটারের জোগান দাতা।
ওরা সবাই অভিমন্যু,
চক্রব্রূহে আপনি রাজা।
সকাল...
দূর্বা ঘাসে শিশির যেন অশ্রু বিন্দু!
মনমরা হয়ে'সহজপাঠ'এর পাতা উলটে যাচ্ছে,
জানেন ওরা কারা?
ভবিষ্যতের ভোটার ওরা-অবোধ ওরা,
যুগে যুগে অবোধ শিশু-ভোটার ওরা!

অচেনা শহর

-------------------------

শূন্যতা ছুটে চলে অচেনা শহরে।
মৌন পৃথিবী,নির্বাক সূর্য।
রক্তবর্ণ আকাশের মায়াবী আলপনা আঁকি প্রশ্নে-বিষ্ময়ে!
সীমান্তে দাঁড়িয়ে একা।
ডানা ছাঁটা পাখির ব‍্যর্থ আশায়
হেসে ওঠে অন্তহীন পথের গোলকধাঁধা।

ইসরাফিল কবে দেবে সিঙ্গাতে  ফুঁ?
এই আশায় ভোরের শুকতারা হাসে।
টেবিলে ছেঁড়া ডায়েরীর পাতা,
একটি চিঠির খাম-ঠিকানায় গায়ে বড় বড় অক্ষরে লেখা দোজখ-বেহেস্তের নাম!

চক্ষুশ্রবা

-------------

হিমালয়ের কথা মনে হলেই ইচ্ছে হয় যোগী হয়ে যাই।কেউ চোখের সামান্য ঈশারায় যদি ডাকে!...

আমার ওই যে অতীত...বলতে লজ্জা লাগে-ওই যে আমার চক্ষুশ্রবা,এমন ভাবেই ডেকেছিল।সে ভালোবাসতো শাস্ত্রীয় সংগীত।নিজের লেখা লিরিক্সে কি সুন্দর ভাবে মেশাত মিথ্যের টুকরো টুকরো কাচের গুঁড়া।

খন্জর আঁকা আঁচল উড়িয়ে চলে গেছে কয়েক দশক আগে!শুনেছি নব্বইয়ের দশকে দেখা গেছে উত্তরপ্রদেশের অযোধ্যায়;তারপর গুজরাটের গোধরায়!এখন সে উন্মাদের মিছিলে-আসামের বিঁভুইয়ের বুকে.....তার বিকট হাসির শব্দ গোটা দেশ শুনতে পায়।আমার শরীরের নেমে আসে তাপমাত্রা।আগুন জ্বালানোর মানুষ খুঁজতে খুঁজতে দেশলাই কাঠির নামে হয় হুলিয়া জারি -'দেশলাই কাঠি নাকি দেশদ্রোহী!'

====================

নাম:ফরহাদ হোসেন
জেলা:জলপাইগুড়ি
ফোন:৮৭৫৯০৬৮৮০৬