সপ্তপদী ছড়া -- খগপতি বন্দোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

সপ্তপদী ছড়া -- খগপতি বন্দোপাধ‍্যায়

আগমনী



নীল আকাশে সাদা মেঘের ভাসছে ভেলা ওই
কাশ ফুটেছে নদীর চরে
শিউলি ঝরে ঘাসের 'পরে
মনের মাঝে আগমনীর উন্মাদনা কই?
মূর্তি গড়ে শিল্পী ভায়া দালান ঘরে বসে
একলা একা
দেখতে সেথা ভিড় করে না শিশু কিশোর এসে।

=================

খগপতি বন্দোপাধ‍্যায়
মালঞ্চ,কবরডাঙ্গা,বাঁকুড়া
৭২২১০১,
চলভাষ:৯৪৩৪৩০৫৬২১