Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

দু'টি কবিতা : উৎস ভট্টাচার্য

                       

       শারদীয়া


 ঢাকের বাদ্যি বাজার আগেই খুশীতে মন সাজে,
 শারদীয়ার আগমনী সুর হাজার কাজের মাঝে৷
 বছর ঘুরে মা আসছেন— তাইতো প্রকৃতি আজ,
 আভূষণে উঠলো সেজে এমন খুশীর সাজ!             
কর্মব্যস্ত জীবনযাপন প্রাণবন্ত হলো,
 ভুলে গিয়ে দ্বন্দ্ব-বিবাদ মনের আগল খোলো৷
 বিগ বাজেটের থিমপুজো সব, জাঁকজমকে পূর্ণ,
 উৎসবেতেও জ্বলেনি আলো— কারোর ভাঁড়ার শূণ্য!
  বন্যা হয়ে ঘর ভেসেছে, শুকায়নি জল চোখে;
  সেই গ্রামেতে উৎসব নেই— স্তব্ধ সবাই শোকে!
   করুণাময়ী মায়ের আশীষে সকলে থাক ভালো,
   হতাশার সব আঁধার কাটুক, জ্বলুক আশার আলো৷
   শারদীয়ার উৎসবে যেন কেউ না থাকে পিছে,
    সন্তানেরা দুঃখ পেলে মায়ের পুজো মিছে!
     শারদপ্রাতে আঁধার মুছে নবীন রবি উঠুক,
     হৃদয় মাঝে মানবপ্রেমের পারিজাত ফুল ফুটুক!

        সকলের উৎসব


  নীল আকাশের ছদ্ম-জলে সাদা মেঘের ভেলা,
 আর মন-সায়রে সুখ-সরোজের খুশীর পাপড়ি মেলা৷
   শিউলি ফুলের গন্ধ নিয়ে শরৎ এলো ফিরে,
   আগমনীর উদযাপনে নৃত্য হৃদয় ঘিরে৷
   পরমা প্রকৃতি মহামায়া, উমা হয়ে আজ আসবে;
    আর জগন্মাতার নৈকট্য দুষ্টশক্তি নাশবে৷
    নিত্যদিনের রোজনামচায় একটু খুশীর স্পর্শ,
     তারপর উমা চলে যাবে, আবার ঘুরবে বর্ষ৷
     আলোকোজ্জ্বল উৎসবেতেও আঁধারে রবে যারা,
     সবার সাথে সামিল হতে পারবে কবে তারা ?
     তাদের খালি দুঃখ আছে; অন্য কারো সুখ!
     আরশিটা আজ ভেঙে গেছে; কেউ দেখেনা মুখ!
     মনের মাঝে ডুব দিলে ঠিক অন্তরাত্মা জাগে,
     মানব রূপে ঈশ্বর আজ ন্যায়-বিচার মাগে!
     উৎসবের আনন্দতে সকলের অধিকার,
     অর্থ-ধর্ম ভেদাভেদে কেন এ অত্যাচার ?
      উৎসবের আবাহনে মাতবে সবাই যেদিন,
      উদযাপনের পূর্ণতা নিয়ে আসবে কবে সেদিন ?

নাম — উৎস ভট্টাচার্য
ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল),জেলা— উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯; 
চলভাষ নম্বর/ Whatzapp নম্বর- ৯৫৯১০১৩৭৩৮;      বৈদ্যুতিন ডাক-utsobhattacharyya@gmail.com



নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩