কবিতা -- শঙ্কর ঘোষ (অমর) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা -- শঙ্কর ঘোষ (অমর)


"শিক্ষক দিবস ও সর্বপল্লী রাধাকৃষ্ণাণ"


শিক্ষক দিবস এলে ছাত্র ছাত্রীর মনে জাগে,
শ্রদ্ধা জানাবো মোরা শিক্ষক শিক্ষিকাদের আগে।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ মহান শিক্ষক ছিলেন,
5ই সেপ্টেম্বর 1888 সালে তিনি জন্ম নিলেন।
তিনিই ছিলেন ভারতের প্রথম উপ রাষ্ট্রপতি,
ছাত্র জীবনে ছিলেন তিনি মেধাবী অতি।
জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি,
ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়ে ছিলেন যিনি।
রাধাকৃষ্ণাণ ছিলেন একাধারে অধ্যাপক দার্শনিক রাজনীতিবিদ্,
তিনিই ছিলেন ভারতের একজন মহান শিক্ষাবিদ্।
মানুষ হিসাবে তিনি ছিলেন অতিশয় শান্ত,
ছাত্র জীবনে বৃত্তি নাপেয়ে হতেন নাকো ক্ষান্ত।
1905 সালে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি পান,
সারা জীবন তিনি শিক্ষা করে গেছেন দান।
5ই সেপ্টেম্বর আন্তর্জাতিক শিক্ষক দিবস নয়,
রাষ্ট্রপতি হওয়ায় ছাত্ররা জন্মদিন পালনের কথা কয়।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ছিলেন এমন মহান লোক,
বলেন জন্মদিনের বদলে দিনটি শিক্ষক দিবস পালিত হোক।
সেই থেকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়,
রাধাকৃষ্ণাণের ইচ্ছা আজো ছাত্র শিক্ষকের মনেতে জাগিয়া রয়।
17ই এপ্রিল 1975 সালে তিনি মারা যান,
আজো তাঁকে শ্রদ্ধা জানায় শত সহস্র প্রাণ।

==============
শঙ্কর ঘোষ(অমর)
উত্তর কালীনগর
হাবসী পাড়া লেন
পোঃ কৃষ্ণনগর
জেলাঃ নদীয়া
পিনঃ 741101
মোঃ 6294990457