কবিতা ।। ইতিকা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। ইতিকা বিশ্বাস

"আর দেখা হবে"


আর কি দেখা হবে তোর সাথে আমার
হারিয়ে গেছিস কত বছর বয়ে গেলো
স্মৃতিপটে শুধু ভাসে পূরানো কথা
আজও তোকে খোঁজে হাতছানি বারে বার।

ভালোথাকিস যেখানেই থাকিস
আমি না হয় মনে করে ভালোথাকবো
তোর মগ্নতায় মিশে যাবো ঘুমের ঘোরে
বাস্তবের জীবনে আবার খুঁজবো চোখ মেলে
তুই খুব ভালোথাকিস।

দেখা হলে প্রশ্ন করবো একটি
উত্তর অজানা দেশে ঘুরে ফেরে
জানি তুই সেই অজানা দেশের মালিক
মালিকানায় বিচরণে খুব পারদর্শী
আমি সেই প্রশ্নের উত্তর চাই একটি।

নিরবতায় বাঁধানো ছবি চুরমার
আমি খেয়ালে নয়নের দৃষ্টি ধরে রাখি
অভিমানে সেই হারিয়ে গিয়েছিস
আর তোর দেখা অনিশ্চিত তবুও......
দীর্ঘ আশায় পথ চেয়ে থাকা তোর।

=======================
 ইতিকা বিশ্বাস
উত্তর চব্বিশ পরগনা, ঠাকুরনগর