Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা -- কোয়েলী ঘোষ






আমার পুজো


তোমার আমার মাঝে কোন দূরত্ব নেই । দিকে দিকে মহালয়ার গান, মঙ্গলশঙ্খ বেজে উঠলেই তুমি আসবে জানি । আবার নবমীর রাত পোহালেই তুমি যাবে চলে --তবু রয়ে যাবে সর্বত্র । এ পৃথিবীর ফুলে, ফলে, ধান্যে, শস্যে ----
মাটি কর্ষণে সোনা, সবুজ ঢেউ, মুগ্ধ দু চোখে ।
স্নেহধারায় ভরিয়ে দেবে এ ধরণী ।বয়ে যাবে কুল কুল ধ্বনি, অলকানন্দা ...
তুমি আছ আর থাকবে চিরকাল ।মুদিত দুটি চোখে দেবে ধরা, অধরা ।
তোমার আমার মাঝে কোন দূরত্ব নেই । তোমার আঁচল -ছায়া সবখানে ।

তখন হঠাৎ বৃষ্টি এলো l প্রথমে বড় বড় ফোঁটায়, তারপর সুরে সুরে l
আমি তখন অনেক দূরে, শান্তির খোঁজে, নির্জনে তোমার কোলে মাথা রেখেছি l সারা আকাশ জুড়ে তোমার শান্তিজল পুষ্পবৃষ্টির মত ঝরে পড়তে লাগলো l
ধুয়ে যাচ্ছে সব.... জমে থাকা তাপ, দু হাতের পাপ l ভিজে ভিজে সব গলে গলে মাটি l নিশ্চুপ ভিজছি তখন.... ভিজছে প্রকৃতি... তোমার যা কিছু সৃষ্টি l বৃষ্টির সুরে সুরে.... যত অ-সুর l

আরতির আলোয় তোমার স্নিগ্ধ মুখ দেখি ।
নয়নে নয়ন রাখি, ত্রিনয়ণে লাল টিপ,
ঘরে বাইরে সব কোলাহল স্তব্ধ হয়ে আসে ।
আমার অতীত -বর্তমান - আগামী
ওই চরণে টলমল দু ফোঁটা অশ্রুবিন্দু ।

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩