কবিতা : সংঘমিত্রা সরকার কবিরাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : সংঘমিত্রা সরকার কবিরাজ

বিশ বছর পরে



বিশ বছর বাদে তোমার সাথে আবার হলো দেখা
অকাল বসন্তে কৃষ্ণচূড়া লাজে হলো রাঙা।
গঙ্গোত্রী গ্লেসিয়ারটা হঠাৎ গেলো গলে
বিস্মিল্লার সানাই তখন বেহাগ সুর তোলে।
দামোদরে হঠাৎ এলো দুকূল জুড়ে বান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর  ভালোবাসার গান।
জীবনের পরিপাটি  ভাঁজে কাছাকাছি দুটি মন
আবার ইকোপার্ক , সিসি2  আবার নন্দন।

তারপর হঠাৎ করে সন্ধ্যা এলো নেমে 
সাঁঝবাতি জ্বালার সময় হলো আবার নিয়ম মেনে।
উজান স্রোতে ঢেউ হারিয়ে হঠাৎ এলো চড়া
জোয়ার শেষে জীবন নদে অবহেলার ভাঁটা।
তোমার হঠাৎ পড়লো মনে জীবন গেছে আগে
আবার তুমি হারিয়ে গেলে জীবনপথের বাঁকে।
 পুনর্বার নিঃস্ব হয়ে থমকে দাঁড়ালাম
আশার প্রদীপ আড়াল করে  দুহাত বাড়ালাম।
হয়তো দেখা হবে অন্য জন্মে বিশ বছর পরে
আবার কি ভাসবো ঢেউয়ে তোমার হাত ধরে।?

========================


নাম:সংঘমিত্রা সরকার কবিরাজ
ঠিকানা:মেন পোস্ট অফিস মোড়; (আর.জি. হার্ডওয়্যার)
             সেহেরা পাড়া ;সিউড়ি; বীরভূম।

মেল আইডি:sanghamitrasarkar kabiraj@g mail.com