Featured Post

ছড়া ।। বর্ষবরণ ।। দীনেশ সরকার

বর্ষবরণ দীনেশ সরকার   পুরানো দিনের কালিমা কলুষ থাক সব পিছে পড়ে মনের কোণেতে বেদনার ডালি রাখবো না আর ভ'রে।   দুঃখ-আঘাত যত জমা আছে আছে যত শোক-তাপ বর্ষ শেষের বিদায় লগ্নে ধুয়ে-মুছে হোক সাফ।   ধর্মের নামে হানাহানি যত রক্তের হোলি খেলা শেষ হয়ে যাক বর্ষশেষের   শেষ প্রহরের বেলায়।   এসো-এসো-এসো, নতুন বছর তোমারে বরণ করি নতুন ঊষার নবীন কিরণে জীবনের গান ধরি।   বন্ধুর পথ হোক মসৃণ বিচ্ছেদ যাক দূরে নতুন বছরে এসো সবে আজ গাই গান একসুরে।   নতুন বছর ক'রো না ক্ষমা দুর্নীতিবাজ যারা সুস্থ সমাজ দাও ফিরিয়ে সুস্থ জীবনধারা।   নতুন বছর সবার হৃদয়ে দাও ভরে ভালোবাসা নবীন আলোকে নবউচ্ছ্বাসে জাগাও নতুন আশা।   ************************** দীনেশ সরকার ১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

কবিতা // অরুণ কুমার সরকার



অবশিষ্ট ছায়া


ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রায় ডালপালাহীন 
                                                     ন্যাড়ামাথা বৃক্ষটি
কেমন হাভাতের মতো দাঁড়িয়ে আছে
এতে প্রমাণ হয়, পৃথিবীতে একসময় ছায়া ছিল                                                                       
সবুজ ছিল;
বরাতজোরে ও সরকারি জমিটুকু পেয়েছিল বলে
টিকে আছে আজও।

আর ওই যে দেখছেন নদীর জলে ভেসে যাচ্ছে কিছু
                                                       নোংরা আবর্জনা
ওগুলি আসলে পাখিদের খড়কুটো;
একসময় সেসব ছিল বৃক্ষের ডালে ডালে
পাখিরা ওতে বাস করতো, গান গাইতো, সৃষ্টি হতো                                                                
নতুন প্রজন্ম।

আমরা ব্যস্ত সভ্য মানুষেরা ওদের
অবশিষ্টাংকে রেখেছি চিড়িয়াখানায় 
                                               বন্দি করে;
এখন ওরা আর গানটান তেমন করে না
গান ওরা ভুলে গেছে
আমাদের চিত্তের কখনও কোনও অসুখবিসুখ 
                                                   হলে
আমরা ওদের দেখে আসি।

মাঝেমধ্যে এখানে ওখানে সবুজ কিংবা পশুপাখি
বাঁচানোর নাম করে যেসব পোস্টার সেমিনার
                                              হতে দেখেন আপনারা;
ওগুলি আসলে মৃত বৃক্ষ কিংবা মৃত পশুপাখিটাখিদের 
আত্মার শান্তি কামনার অনুষ্ঠান।

চলুন, আমরা বরং বসি গিয়ে
প্রায় ডালপালাহীন ওই ন্যাড়ামাথা বৃক্ষটির
                                অবশিষ্ট ছায়ায়।

======================


অরুণ কুমার সরকার 
শিবমন্দির, বিধানপল্লী
শিলিগুড়ি
ফোন-৭০৭৬৭৮৭৫৮০



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল