Featured Post

ছড়া ।। বর্ষবরণ ।। দীনেশ সরকার

বর্ষবরণ দীনেশ সরকার   পুরানো দিনের কালিমা কলুষ থাক সব পিছে পড়ে মনের কোণেতে বেদনার ডালি রাখবো না আর ভ'রে।   দুঃখ-আঘাত যত জমা আছে আছে যত শোক-তাপ বর্ষ শেষের বিদায় লগ্নে ধুয়ে-মুছে হোক সাফ।   ধর্মের নামে হানাহানি যত রক্তের হোলি খেলা শেষ হয়ে যাক বর্ষশেষের   শেষ প্রহরের বেলায়।   এসো-এসো-এসো, নতুন বছর তোমারে বরণ করি নতুন ঊষার নবীন কিরণে জীবনের গান ধরি।   বন্ধুর পথ হোক মসৃণ বিচ্ছেদ যাক দূরে নতুন বছরে এসো সবে আজ গাই গান একসুরে।   নতুন বছর ক'রো না ক্ষমা দুর্নীতিবাজ যারা সুস্থ সমাজ দাও ফিরিয়ে সুস্থ জীবনধারা।   নতুন বছর সবার হৃদয়ে দাও ভরে ভালোবাসা নবীন আলোকে নবউচ্ছ্বাসে জাগাও নতুন আশা।   ************************** দীনেশ সরকার ১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

কবিতা : তূয়া নূর





কেউ আসেনি!



আমি জর্জ ফ্লয়েডের মুখের শেষ শব্দ গুলো শুনিনি,

সে যখন নির্মম অত্যাচারে  মারা যাচ্ছিলো। 

তার ফুসফুস যাচ্ছে ফেটে

তার মস্তিষ্ক পাচ্ছিলো না  অক্সিজেন

সে 'মা'কে ডাকছিলো!

সে জানে যে তার মা ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে   আসবে না,

সে যখন ছোট ছিলো মা-ই আসতো ছুটে সব বিপদের গন্ধ পেয়ে। 



নিষ্ঠুরতা যখন তাকে পৃষ্ঠ করেছিলো 

সে বলছিলো, 'আমি শ্বাস নিতে পারছি না!'

সে বলছিল, আমাকে জানে মেরো না। 

আমি 'অন্ধকার' সহ্য করতে পারি না 

তার হাঁটুতে ব্যথা হচ্ছে।

তার ঘাড় ভেঙে যাচ্ছে। 

তার কণ্ঠ বিবর্ণ ও শ্রবণাতীত হয়ে উঠছিল!

সে একটু জল পান করতে চেয়েছিলো। 



আমি যেন দেখছি পশুদের টিভি চ্যানেল। 

যেখানে একটা সিংহ মহিষের গলা আঁকড়ে ধরছে তার তীক্ষ্ণ দাঁত এবং নখ দিয়ে 

যতক্ষণ না দম বন্ধ হয়ে মারা যায়।

এবং অন্যরা মাংসের জন্য অপেক্ষা করছে।



 কেউ এগিয়ে এসে বলেনি যেতে দাও তাকে!

 বেআইনি কিছু করলে বিচারের মুখোমুখি করো!



 কেউ আসেনি!

 কেউ চিৎকার করে নি!

 কারণ সেখানে কোন মানুষ ছিল না,

 কোন মানবিকতা ছিল না।


==================

Tuwa Noor
11513 centaur way 
Lehigh Acres, Fl 33971, USA
239-822-1417
email: tuwanoor@yahoo.com

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল