প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

হারিয়ে গেছে ছোট্টবেলা
স্বপ্নে দু'চোখ আঁকা,
লেখাপড়ার গুঁতোয় এখন
পিঠ হয়ে যায় বাঁকা!
বইয়ের ঝোলা ভীষণ ভারী
টিফিন, জলের আধার--
কিশলয়ের জীবন এখন
দারুণ বিঘ্ন-বাধার।
মা বলেছেন, "এক্সামেতে
থাকতে হবে তিনে",
বাবার কথা, "প্রথম হলে
টাট্টু দেবেন কিনে"!
ছোটকা দেবেন ব্যাডমিন্টন
মেজকা রুপোর বালা,
সবার ভাষণ শুনে শুনে
দু'কান ঝালাপালা।
সারাটা দিন পড় রে শুধুই
সঙ্গী-সাথী নেই
সঙ্গে ড্রয়িং, রিসাইটেশন
ব্যস্ত ঘরেতেই,
হতেই হবে তাকে এবার
সেরা সবার চেয়ে
বিপন্নতার অশ্রু শুধু
ঝরে দু'চোখ বেয়ে।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
সৌমিত্র মজুমদার
92এ, পূর্বাচল,
রহড়া, কলকাতা - 118
মোবাইল : 94751 18828
হোয়াটস্যাপ : 94320 64126
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন