সোনার বরণ প্রতিমার মুখ
তুষার ভট্টাচার্য
অন্তহীন দুঃখের মণ্ডপে আমি নীরবে আঁকি না কোনও
সোনার বরণ প্রতিমার মুখ;
তবুও বিসর্জনের ঢাকের কাঠির শব্দ
শুধু বেজে যায়
নিঝুম রাত্তিরে
ভাঙা বুকের পাঁজরে;
আর তখন আমি ডুবে যাই দুঃখের গহন
অন্ধকারে;
অনন্ত দুঃখের ছেড়া কাঁথায় আমি শুয়ে থাকি,
রোদ্দুরের রুপোলী মুকুট পরে আমাকে জাগাতে আসে না আর কোনও
ভালবাসার ত্রিনয়নী প্রাণের ঈশ্বরী।
::::::::::::::::::::::::::::::::
তুষার ভট্টাচার্য।
পো: কাশিমবাজার। বহরমপুর । জেলা: মুর্শিদাবাদ ।
ডাকসূচক:৭৪২১০২ ।
দূরভাষ:৯৪৭৫৭৭৪৯৯৬।
০২/১১/২০২০ /
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন