দুলেপাড়ার দুর্গাদাসদের কথা
গোবিন্দ মোদক
পুজোতে ওদের যতো না আনন্দ, তার চেয়ে ঢের বেশি আনন্দ প্রতিমা বিসর্জনের সময়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি --- কেননা, ঠাকুর বিসর্জনের পরই শুরু হয় দুর্গাদাসদের কাজ। দুর্গাদাসরা 'হরিজন পল্লী'র বাসিন্দা। দুর্গাদাস, লক্ষ্মণ, সিধু, বিশুয়া, হাঁড়িরাম, ভরত, গুপিনাথ, বুধন, রতনা --- এরা কেউ দুলে, কেউ বাগ্দী, আবার কেউ হাঁড়ি বা ডোম। সমাজ এদেরকে যেমন অচ্ছ্যুৎ করে রেখেছে, ওরাও তেমনি তথাকথিত বাবুদেরকে থোড়াই কেয়ার করে। ওরা নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে। চোলাই খেয়ে, নর্দমা পরিষ্কার করে, পায়খানা সাফা করে দিন গুজরান করে। ওদের উপরি রোজগার পুজোর শেষে।
ঝপাৎ ! ঠাকুরটা জলে পড়তেই নদীর উপর থেকে লাফ দিয়ে জলে পড়ে দুর্গাদাস, হাঁড়িরাম, বিশুয়া আর রতনা। তারপরে সাঁতরে এসে বিশেষ কায়দায় প্রতিমার কাঠামোটাকে টেনে নিয়ে যায় আঘাটায়। এবার সবাই মিলে কাঠামোটাকে ডাঙ্গায় তোলা চাড্ডিখানা কথা নয় ! তবুও ওরা তা করে। ততক্ষণে প্রতিমার মাটি গলে যায়। এবার খড়-বিচুলির বাঁধন খুলে ওগুলোকে মুক্ত করতেই কাঠ আর বাঁশের পরিষ্কার কাঠামো --- বেশ ভালো দামেই বিক্রি হয়ে যায় ওগুলো। ওগুলোতেই আবার তৈরি হবে অন্য কোনও প্রতিমা।
কাজ শেষ করতে করতে ওদের ভিজে গা শুকিয়ে যায়। তারপর ফুটে উঠতে থাকে ঘর্ম-বিন্দু। আজ সব মিলিয়ে তেরোখানা কাঠামো জোগাড় হয়েছে দুর্গাদাসদের। ওরা তাই ভীষণই খুশি --- সেই 'খুশি'কে আরও বাড়িয়ে তুলতে চার বোতল চোলাই মদ নিয়ে আসে রতনা, সঙ্গে চাট। খোলা আকাশের নিচে বসে তেলেভাজার চাট দিয়ে মহানন্দে ওরা পান করে তরল গরল। শরীরে তাকত্ ফিরে আসতেই দুর্গাদাস আওয়াজ তোলে --- "বলো দুগ্গা মাঈ কী !" হাঁড়িরাম, বিশুয়া আর রতনা জড়িত কন্ঠে সোচ্চার হয় --"জয় !" দুর্গাদাস আবার বলে ওঠে --- "আসছে বছর .... !" হাঁড়িরাম, বিশুয়া আর রতনা সোল্লাসে চীৎকার করে --- "আবার হবে !" তাদের খ্যাক্ খ্যাক্ করে সমবেত হাসির শব্দ রাতের নৈঃশব্দকে ব্যঙ্গ করতে থাকে।
রাত বাড়ে। মাঝরাতে আকাশে দেখা যায় দশমীর বিষণ্ন চাঁদ। চাঁদ ওদেরকে দেখতে থাকে, দেখে আকণ্ঠ চোলাই গিলে চারজন দুর্গাদাস ভূমিশয্যাতেই সুখস্বপ্নে বিভোর --- তেরোখানা কাঠামোর দাম নেহাত কম নয় !
_____________________
স্বরচিত মৌলিক অপ্রকাশিত অণুগল্প।
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103
WhatsApp/ফোন: 8653395807
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন