প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সব হারানো একলা কবি
সোঁদা পথের মাঝ বরাবর
হাত ছড়িয়ে পা ছিটিয়ে
যেতে চাইত দূরে কোথাও ।
চোখ দুটো তার মনের ভেতর
জলের ওপর যেন ভাসত ।
শব্দে কবির খেলনাপাতি
কেউ ছিল না সঙ্গীসাথি ।
হঠাৎ মেঘের বাজনা শুনে
কীসের আশায় দৌড় লাগাত
বনবাদাড়ের ভেতর দিয়ে
যেখানে এক আদ্যিকালের
অশথগাছের শেকড় মেলা ;
সেই শেকড়ে টান দিয়ে সে
বলত কেঁদে বলত হেসে---
এইখানে চাই আমার বসত
ঐ যে গেছে আমার শেকড় ।
পথের পথিক পাগল ভেবে
বিনি পয়সার গালিগালাজ
বিলিয়ে যেত দু'চার ঝুড়ি
আর বলত—বদ্ধ পাগল ।
ভাবত কবিঃ পাগল আমি ?
পাগল তাদের ঝাড়গুষ্টি
যারা ভাইয়ের ভালোবাসার
আসল সুদের অঙ্ক কষে ।
আসল মানুষ গাছের মতো
স্থানবদলেই অকাল মরণ ।
যার ভেতরে শুধুই সবুজ
তার নামই তো গাছ বা মানুষ ।
=====================
সুবীর ঘোষ
৩০১, আশ্রয় এ্যাপার্টমেন্ট
বিধান নগর
দুর্গাপুর-৭১৩২১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন