Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

গল্প ।। শেষ শব্দ ।। প্রসূন রায়

 

শেষ শব্দ

প্রসূন রায় 


স্কুল থেকে ফিরে ব্যাগপত্র বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়েই খেলতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল সুমন । স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে দেখতে পেয়েছে, তার সমস্ত বন্ধুরা দল বেঁধে নেমে পড়েছে মাঠে । তাদের একজন সুমনকে দেখতে পেয়ে ডাকও দিয়েছে,- " এই সুমন তাড়াতাড়ি আয়, আজ কিন্তু আমাদের জিততেই হবে বলে দিলাম। "
কিন্তু তাড়াহুড়ো করলে কি হবে , চৌকাঠ পেরানো কি এত সোজা ! ক্রিকেটের ব্যাটটাকে হাতে ধরে যেই না বেরোতে যাবে, অমনি পড়ল বাধা । 

-" বাবু আগে জামা প্যান্ট ছেড়ে, হাত পা ধুয়ে খেতে বস্। খেলতে যাবি পরে ।" 

কিন্তু কে কার কথা শোনে ! " এসে খাবো মা, এখন খিদে পায়নি আমার । " - এই বলেই দে দৌড় । 

" কি বললি খিদে পায়নি ! কোন সেই সকলবেলা দুমুটো ভাত খেয়ে বেড়িয়েছে, খিদে পায়নি! চুপচাপ খেতে বস আগে । তারপর যাবি খেলতে..." - কথাটা বলতে বলতে রান্নাঘর থেকে ভাত বেড়ে যতক্ষণে ঘরে ঢুকেছে মা, ততক্ষণে ছেলে হাওয়া । বাইরের দিকে তাকিয়ে জোর গলায় একবার চেঁচিয়ে বলে ওঠে, - " দাঁড়া, আসুক আজ তোর বাবা, দেখবি কি করে…!" 

কথাগুলো সেদিন সুমনের কানে গিয়েছিল বটে কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ ছিলনা তার । বরং সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই নালিশ জুড়ে দিয়েছিল মায়ের কাছে ,- " ধুর !  যাবার সময় তুমি পিছু ডেকেছিলে বলেই জিততে পারলাম না আজকের ম্যাচটাও ।" 

হ্যাঁ সেদিনও জেতা হয়নি ম্যাচটা তাদের । এভাবেই একের পর এক দিন পার হতো সুমনের । পাড়ার নিত্যদিনের ক্রিকেট ম্যাচে কোনোদিন জিততো আবার কোনোদিন হারতো । বেশিরভাগ দিনই স্কুল থেকে ফিরেই খেলতে চলে যেত সে । মা খুব রেগে থাকতো যেদিন, সেদিন মারও খেত খুব।  সেদিন আর খেলতে যাওয়া হয়ে উঠতো না তার । খুব রাগ হতো তখন । বন্ধ ঘরের জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সে মাঠের দিকে ।‌

হাসপাতালের  জানালা সংলগ্ন বেডটিতে  বসে বাইরের মাঠটির ভিতর খেলতে থাকা বাচ্চা ছেলেগুলোর খেলা দেখতে দেখতে ছেলেবেলার পুরাতন স্মৃতিগুলির কথা আবছা মনে পড়ছিল সুমনের ।  নিজের অজান্তেই দুই ঠোঁটের মাঝে খুশির রেখা টেনে দিয়েছিল একটি মিষ্টি হাসি।

মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেও "মধ্যবিত্ত" শব্দটির অর্থ বুঝতো না সে তখন । যুগের নিয়মে যত বড়ো হয়ে উঠতে থাকে সে,  সাথে নিয়ে বেড়ে ওঠে নিজের দায়িত্ববোধ । পড়াশুনা শেষ হতে না হতেই একটি প্রাইভেট কম্পানীতে চাকরিও যোগার হয়ে যায় তার ।  কিন্তু যোগার হলেই কি হবে ! ভাগ্যের নির্মম চক্রব্যুহে আটকে পড়েছিল তার জীবন যাপন । সামাজিক ভাবে বড়ো হয়ে উঠতে থাকার পাশাপাশি নিজের অজান্তে  মানসিকভাবে পিছিয়ে পড়তে থাকে সে ধীরে ধীরে। সেই কোন কলেজ লাইফে আসক্ত হয়ে পড়া নিকোটিনের উষ্ণ ছোঁয়া, আজ‌ও নিজের কারাগারে বন্দী করে রেখেছে সুমনকে । ক্যান্সার ধরা পড়ার পর জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে কথা দিয়েছিল, সিগারেটের নেশা ছেড়ে দেবে সে চিরদিনের জন্য। পারেনি । 
" এটাই শেষ। আর না ।" - কথাটা প্রতিটি সিগারেটের শেষটান দিয়ে ফেলে দেবার পর প্রতিশ্রুতি দিত নিজের শরীরকে ‌‌।  কিন্তু ক্ষনিক পড়েই সে প্রতিশ্রুতির কথা একপ্রকার ভুলেই যেত সে । ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ধরিয়ে ফেলত আরও একটি  সিগারেট ।  এমনিভাবে দিনের পর দিন অতিবাহিত হতে হতে আজ জীবন তাকে টেনে এনেছে সেই স্থানে, যে স্থানে জীবন-যন্ত্রনা উপলব্ধি করানো হয়  মৃত্যুআলয়ে । 

প্রায় দেড় মাস যেন বন্দী দশায় বসবাস করে চলেছে সে । আশেপাশের অগুনতি অসুস্থ মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও প্রীয়জন বলতে কেবল নিত্যদিন দুবেলা নিয়ম মাফিক পনেরো মিনিটের জন্য  আত্মীয়স্বজনের দর্শন লাভ ছাড়া আর কেউ ই ছিলনা সেই কারাগারে।
জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে কোনো এক স্মৃতির অতলে হারিয়ে গিয়েছিল সুমন । সম্বিত ফিরল সেবিকার কন্ঠস্বরে - 
" নিন, তাড়াতাড়ি খেয়ে নিন ওষুধটা । আজ রাতে আপনার অপরেশন । তৈরি থাকবেন।"
কোনো কথার উত্তর না দিয়ে, সেবিকার হাত থেকে চুপচাপ ওষুধটা নিয়ে মুখে পুরে দিল সুমন । হাত বাড়ালো জলের গ্লাসটি লক্ষ করে।

 গোধূলি বেলায় অস্তগামী সূর্যের শেষ কিরনটুকু এসে পড়ছে তার বেডের উপর । কিছুটা মিঠেল বাতাস‌ও বয়ে আসছে জানালা বেয়ে । 
জলের গ্লাসটি সুমনের হাত থেকে নিয়ে পাশের টেবিলে রেখে দিয়েই সেবিকাটি এগিয়ে গেল জানালা বন্ধ করার উদ্দেশ্যে ।
বেডের উপর চুপচাপ বসে থাকা সুমনের চোখের সামনে বন্ধ হতে থাকা জানালার পাল্লার সাথে মুহূর্তের জন্য সুমনের চোখে ভেসে এল তার সমগ্র অতীত ।  চোখের সামনে হারিয়ে যাওয়া সূর্যের সাথে সাথে সমগ্র পৃথিবীর কাছে হারিয়ে যাবে তার কন্ঠস্বর ও চিরকালের জন্য ।

" কেমন আছিস‌ বাবু! " 

মাথায় উপর একটা ভালোবাসায় পূর্ণ তালুর স্পর্শ পেয়ে পিছনে ঘুরে তাকায় সুমন । 

" ডাক্তারের কাছে শুনলাম আজ‌ রাতেই নাকি অপারেশন টা করবে তোর ‌। আর তো কটাদিন ! একটু কষ্ট করে নে, তারপর‌ আর চিন্তা নেই বাড়ি চলে যাবি ।"

ছলছল চোখে মাকে শক্ত করে জড়িয়ে ধরে সুমন । চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার মায়েরও । দুজনেই জানে এটাই শেষবার । 

মিনিট পনেরো পার হতেই সেবিকা এসে জানিয়ে দেয় ভিজিটিং এর সময় সমাপ্ত হয়েছে । বহু অনিচ্ছার সত্বেও ঘর থেকে বেড়িয়ে যেতে হয় তাঁকে ।

 মৃত্যুদণ্ডের আগের শেষ মুহূর্তে আসামি  জানিয়ে যায় তার শেষ ইচ্ছাটুকু । ঠিক তেমনি বেডের পাশে দাঁড়িয়ে থাকা সেবিকাটির কানে ভেসে আসে, মায়ের চলে যাওয়াকে অনুসরন করে সুমনের কন্ঠ থেকে অস্ফুটে বেরিয়ে আসে তার বলা শেষ শব্দটি । "Love You মা ।"
     
                         ______সমাপ্ত_____




 
 
প্রসূন রায় 
 গ্রাম- মধুপুর, পোষ্ট - শিয়াখালা, থানা- চন্ডিতলা, জেলা - হুগলি। পিন- ৭১২ ৭০৬

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল