প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা
সেই স্বদেশীযুগের বীরাঙ্গনা হাজরা মাতঙ্গিনী
মহীয়সী সেই নারীকে আমরা গান্ধীবুড়ি নামে চিনি।
আঠারোশো সত্তর সালের সতেরোই নভেম্বর
ঠাকুরদাস মাইতির ঘরে জন্ম হলো যে তাঁর।
বাল্যকালে ত্রিলোচন হাজরার সাথে তার পরিণয়,
আঠারো বছরেই বিধবা হলেন নিঃসন্তান অবস্থায়।
তখন থেকেই ব্রতী হলেন দেশকে সেবার কাজে
হলেন তিনি "গান্ধীবুড়ি!" জনসাধারণের মাঝে।
প্রকাশ্য আন্দোলনে এলেন উনিশশো বত্রিশ সালে
উদ্দীপ্ত করলেন সবাইকে লবণ আইন অমান্য কালে।
উনিশশো বিয়াল্লিশের আন্দোলনে ঊনত্রিশে সেপ্টেম্বরে
তমলুক থানা দখল আন্দোলনে জমায়েত যে হাজারে।
মিছিল ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ চালালো গুলি
হাল ধরলেন মাতঙ্গিনী, মুখে "বন্দেমাতরম্" বুলি।
তিয়াত্তর বছরের বৃদ্ধা তিনি জাতীয় পতাকা নিয়ে
মিছিলসহ এগিয়ে চললেন নির্ভীক নেতৃত্ব দিয়ে।
ইংরেজ সৈন্য গুলি চালালো মাতঙ্গিনীর ডান হাতে,
তখন তিনি পতাকা ধরলেন দৃঢ়মুষ্ঠিতে বামহাতে।
কিন্তু ইংরেজ সৈন্য তার বামহাতেও গুলি করে
মাতঙ্গিনী এগিয়ে চলেন পতাকা বুকে জাপটে ধরে।
নেত্রীকে অনুসরণ করে জনতা উঠলো রুখে
ইংরেজ সৈন্য গুলি চালালো মাতঙ্গিনীর বুকে।
স্বাধীনতা আন্দোলনে রাখলেন তিনি পতাকার সম্মান
অকাতরে, গান্ধীবুড়ি তিনি, জীবন করলেন দান॥
_______________________
প্রেরক: গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন