Featured Post

কবিতা ।। ঘরে ফেরা ।। বিপ্লব নসিপুরী

ঘরে ফেরা বিপ্লব নসিপুরী  বাতাসের গায়ে তাপের ছোঁয়া  রঙের তুলি শাখে বিষাদ মনে বিবাগী ঢেউ আছড়ে পড়ে ক্ষোভে।  নয়ন তীরে অশ্রুনদী  দুকূল ভাঙে স্রোতে ভিটে মাটি দোর কেড়েছে গোটা পরিবার কাঁধে। আকাশটা আজ ছাদ হয়েছে মাটির স্নেহ ঘর পরিচয়হীন মানুষের দল সবার একই স্বর। বছর শেষে নতুন বছর দিচ্ছে হাতছানি  ক্ষোভের বাষ্প বিষাদ কষ্ট  উবে যাবে কী জানি? অসম্মানের বিষফলা তীর বিঁধেছে ওদের বুকে এমন মলম কোথায় আছে স্বস্তি দেবে প্রাণে। হারিয়ে সবই খড়কুটো দেহ বইছে সময় নীরে নতুন বছর নতুন বাতাস আনুক ফিরে তীরে।  ************* বিপ্লব নসিপুরী  গ্রাম পোস্ট শীতলগ্রাম জেলা বীরভূম  পিন-৭৩১২৩৭ 

কবিতা ।। একটাও নৌকা নেই ।। শান্তা কর রায়

একটাও নৌকা নেই

শান্তা কর রায়


বাবাকে বেলুড় নিয়ে যাব,আএকটাও নৌকা নাই
দূরের সমুদ্রে তলিয়ে যাচ্ছে সোনালি মাছ পরি
আগুন রঙের পাখিটা উড়তে পারছে না আর
ওকে রাতের চতুর্থ প্রহরে পৌঁছতে হবে আইনস্টাইনের দেশে
মায়ের পাশে ঘুম পরিদের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো মেয়ে
একবারও মনে পড়ছে না কত রাত সে খায়নি
অযথা স্বর্গের কল্পনায় বেহুলার ভেলার মতো যদি পেতো !
পরিযায়ী মনের ফসল জড়ো হয়েছে বিস্তর
সেগুলি নেয়ার জন্য ছোট্ট  নৌকা হলেই চলবে ।
এইতো সেদিন তুমি নষ্টি অজুহাতে খোঁড়া হয়েছিলে
সারাপথ নির্বাক ছবি এঁকে দিয়েছিলে   ।
তুমি ডাকবে যখন সাড়া দিতে চাই
তাই যদি এক নৌযান পাই
                  ভাসবো দুজনে তীব্র তাপে ।
বিকেলের বাইবেল হঠাৎই বন্ধ করে
অনন্তজীবন থেকে দূরে মেঘালয় ঘুরে ,
আঙুল ছুঁয়ে দাঁড়িয়েছে আজ নীলার্ধ অন্যপুরুষ
তাকে দিই মেঘের বাড়ি,পশমের ঝালর কুরুশ ।
তুমিও ভাবতে বসো,এ আমি কোন্ দরজা
দিন গুনছি বলেই কি আর অলক্ষিত সেই প্রতীক্ষা !!
মেঘেরা অভিমানি ঝরবে এই অবেলায়
হাঁটুজল বলবে জানি কথারা যা যা বলায়  ।
জেটিপথে তোমায় দেখা,লিখেছে নতুন নাগাল
জড়িয়ে আসছে গলা, নৌরুটে প্রতীক্ষায় --
                                      চাঁদ মাস্তুলে জাল  ।

 

 ====================

 

@শান্তা কর রায়
১৭৪রাজেন্দ্র এভিনিউ উত্তর পাড়া হুগলি-৭১২২৫৮

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল