Featured Post

ছড়া ।। বর্ষবরণ ।। দীনেশ সরকার

বর্ষবরণ দীনেশ সরকার   পুরানো দিনের কালিমা কলুষ থাক সব পিছে পড়ে মনের কোণেতে বেদনার ডালি রাখবো না আর ভ'রে।   দুঃখ-আঘাত যত জমা আছে আছে যত শোক-তাপ বর্ষ শেষের বিদায় লগ্নে ধুয়ে-মুছে হোক সাফ।   ধর্মের নামে হানাহানি যত রক্তের হোলি খেলা শেষ হয়ে যাক বর্ষশেষের   শেষ প্রহরের বেলায়।   এসো-এসো-এসো, নতুন বছর তোমারে বরণ করি নতুন ঊষার নবীন কিরণে জীবনের গান ধরি।   বন্ধুর পথ হোক মসৃণ বিচ্ছেদ যাক দূরে নতুন বছরে এসো সবে আজ গাই গান একসুরে।   নতুন বছর ক'রো না ক্ষমা দুর্নীতিবাজ যারা সুস্থ সমাজ দাও ফিরিয়ে সুস্থ জীবনধারা।   নতুন বছর সবার হৃদয়ে দাও ভরে ভালোবাসা নবীন আলোকে নবউচ্ছ্বাসে জাগাও নতুন আশা।   ************************** দীনেশ সরকার ১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬

কবিতা ।। একটু শান্তির খোঁজে ।। দীপক পাল

একটু শান্তির খোঁজে

দীপক পাল


তোমাদের নিয়ে এবার বিবেকের
      ডাক এসেছে আমাদের মননে
তোমরা এক এক জন চিকিৎসক,
      অবশ্য কেউ কেউ বলে ভগবান,
কত আশা কত স্বপ্ন নিয়ে
      হয়েছ এক এক জন ডাক্তার।
মানব সেবার শপথ নিয়ে 
      করবে সব রোগের সমাধান।
মূমূর্ষ রুগীর চিকিৎসা করে 
      পেয়েছ কত আনন্দ,
চোখে জল আনে তখন যখন
      সুস্থ হয়ে ভরে তোলে আশীর্বাদে।
কত সন্মান পাও মানুষের
      পাও যে কত শ্রদ্ধা তাদের কাছে,
অতি উৎসাহে করে যাও রুগীর সেবা
      বেডের পর বেড অতি নির্বিবাদে।
কিন্তু এত নিঃস্বার্থ সেবার কাজ বিঘ্নিত হয়
      কিছু দুর্নীতিপরায়ন মানুষের জন্য।
হিংস্র পশুরা যেমন তার শিকার ধরে
      তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়,
এরাও কেউ কেউ রাতের আঁধারে
      নারী সঙ্গে পেতে চায়।
অন্ধকারে নীর্জন পথে চলে তারা 
      বিষাক্ত হিংস্র শ্বাপদের মত
সুযোগ খুঁজে বেড়ায় প্রতিবাদীদেরকে
      খুন  করে সরিয়ে দেয় জীবনের মত।
কেউ কি জানে সরকারি হাসপাতালে নেই
      পর্যাপ্ত চিকিৎসক,  আছে ঘাটতি,
তাই করে যেতে হয় ডিউটি হাসি মুখে
      চব্বিশ  ছত্রিশ আটচল্লিশ ঘণ্টা।
কিন্তু এই ডিউটির পরেও তারা কিন্তু
      যথেষ্ট নিরাপদ নয় কখনো।
কন্যাসমা অভয়ার চোখে ছিল স্বপ্ন
      এক দুর্নীতি মুক্ত হাসপাতাল,
আর চেয়েছিল রুগীদের একটু
      ভাল চিকিৎসা ও ওষুধ সকল।
তার মন ছিল সুন্দর, ছিল প্রতিবাদী
      রক্ত পিপাসুরা দেয়নি তাকে বাঁচতে।
তীব্র আক্রোশে ও ভোগের লালসায় তাদের
      কাঁপেনি হাত অত্যাচার করে খুন করতে
তার শেষ প্রতিবাদ যেন ছাড়িয়ে পড়ে
      দিক হতে দিগন্তে সবার মাঝে।
দোষীদের কোমড়ে দড়ি বেঁধে যেন
      নামানো হয় জনসাধারণের মাঝে;
তবে যদি পায় অভয়ার  আত্মা
      একটুখানি শান্তি।।


            -০-০-০-০-০-০-০-০-০-


Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল