ছড়া ।। নববর্ষের প্রত্যাশা ।। সুব্রত চৌধুরী
নববর্ষের প্রত্যাশা সুব্রত চৌধুরী নববর্ষে সবার মনে হর্ষ আসুক ফিরে, সুখের পিদিম জ্বলে উঠুক গরীব দুঃখীর নীড়ে। নববর্ষে করুক সবাই আলোর পথে যাত্রা, বর্ণিলতায় পাক না সবার জীবন নতুন মাত্রা । নববর্ষ দিক না খুলে মন আঙিনার আগল , ভালোবাসার আগুন লালে বাজুক প্রেমের মাদল। নববর্ষে নয় ভেদাভেদ প্রেম প্রীতি ও সাম্য , নিরাশ প্রাণে জাগুক আশা হোক না সবার কাম্য। ——————————— সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন