কবিতা ।। ছেলেবেলার নববর্ষ ।। অঞ্জনা মজুমদার
ছেলেবেলার নববর্ষ অঞ্জনা মজুমদার ছেলেবেলায় নতুন বছরে মনে পড়ে পুরোনো দিন সকালে হতো বাড়িতে পুজো প্রসাদে শুরু হতো দিন। পাড়ার সবাই প্রভাত ফেরীতে স্বাগত জানানো নববর্ষ গানে গানেই হত বরণ করতে শুরু হত দিন নববর্ষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দোকানে হত হালখাতা ক্যালেন্ডার আর মিস্টির বাক্স নিয়ে ফিরি হেথাহোথা। সন্ধ্যা বেলায় পাড়ার জলসায় দিদি বোনেদের গান মনে পড়ে পুরোনো ছেলেবেলা স্মৃতিতে ভরে গেল প্রাণ। ************* অঞ্জনা মজুমদার এলোমেলো বাড়ি চাঁদপুর পল্লি বাগান পোঃ রাজবাড়ি কলোনি কলকাতা ৭০০০৮১
ভালো লাগলো।
উত্তরমুছুন