Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচাৰ্য

নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে 

তুষার ভট্টাচাৰ্য



ভারতের বিভিন্ন রাজ্যে এবং  পৃথিবীর বিভিন্ন দেশে নববর্ষকে আবাহন বা  বরণ করা হয় জাঁকজমক  আড়ম্বর, উৎসব ও বিভিন্ন  অনুষ্ঠানের মাধ্যমে।
তবে ইংরেজদের নববর্ষ ১জানুয়ারিই পৃথিবীর সবচেয়ে বেশি দেশে পালিত হয়। ইংল্যান্ড, আমেরিকা,অস্ট্রেলিয়া, কানাডা সহ একদা ব্রিটিশ উপনিবেশের প্রায় সবক'টি দেশেই ইংরেজি নববর্ষ পালিত হয় উৎসব, অনুষ্ঠানের মাধ্যমে।
আমাদের দেশ ভারতেও আড়ম্বরের সঙ্গে পালিত হয় ইংরেজি নববর্ষ। তবে ভারতের বিভিন্ন অঙ্গ রাজ্যে বিভিন্ন আঞ্চলিক নববর্ষ রয়েছে। যেমন আমাদের বাঙালিদের নববর্ষ পালিত হয় ১বৈশাখ বা পয়লা বৈশাখ।
বঙ্গাব্দের এই পয়লা বৈশাখ গণনার হিসেব শুরুর ব্যাপারে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের যথেষ্ট  অবদান রয়েছে l আগে অখণ্ড বঙ্গদেশে বছর গণনা হত চান্দ্রমাস অনুযায়ী যাকে হিজরি সন বলা হয়ে থাকে। এই হিজরি সন ২৭দিনের হিসেবে গণনা করা হয়ে থাকে। এর ফলে প্রতি বছরই হিজরি সন কয়েকদিন করে এগিয়ে আসে। এর ফলে বাংলার অধিকাংশ কৃষকই  রাজা জমিদারদের খাজনা বা কৃষিকর দিতে ভীষণ মুশকিলে পড়তেন।
সম্রাট আকবর বাংলার কৃষকদের এই অসুবিধে দূর করার জন্য তাঁর দরবারের স্বনামধন্য জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেন চান্দ্রমাস বা হিজরি সন এবং সূর্যকেন্দ্রীক বর্ষপঞ্জীর সংমিশ্রণে একটি নতুন বর্ষের গণনা করার। যাতে করে বঙ্গদেশের আপামর কৃষকদের খাজনা দিতে সুবিধে হয়। মুঘল সম্রাট আকবরের নির্দেশ পেয়ে আমির ফতেউল্লাহ সিরাজি  কয়েকবছর গণনার পরে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১১মার্চ একটি কৃষি ভিত্তিক বর্ষ পঞ্জী (হিজরি সন ও সৌরবর্ষের সংমিশ্রণে) তৈরি করলেন যার নাম হল -ফসলি সন। যা বর্তমানের বঙ্গাব্দ বর্ষের বৈশাখ মাসকে বছরের প্রথম মাস ধরে  গণনার সূচনা বা ভিত্তিবর্ষ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।
উত্তর ভারতের কয়েকটি রাজ্যে নতুন বছর শুরু হয় চৈত্র মাসের শুক্লা প্রতিপদে। এই নতুন বছরকে বিক্রম সম্বত বলা হয় l দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ১বৈশাখ নববর্ষ পালিত হয়। আসাম, ত্রিপুরা রাজ্যেও নববর্ষ পালিত হয় পয়লা বৈশাখ।

অন্যদিকে প্রতিবছর জানুয়ারি মাসের ৭তারিখে মিশরীয় নববর্ষ পালিত হয়। ১ফেব্রুয়ারি পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামিক নববর্ষ পালিত হয়। রোমান নববর্ষ পালিত হয় ১মার্চ তারিখে। এপ্রিল মাসের ১৪তারিখে নেপালি নববর্ষ শুরু হয়।
বৌদ্ধ নববর্ষ পালিত হয় এপ্রিল মাসের প্রথম চাঁদ ওঠার দিন থেকে। মায়ানমার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাউস, থাইল্যান্ড প্রভৃতি দেশে একে বলা হয় থেরাবাদিন বৌদ্ধ নববর্ষ।
ইহুদি নববর্ষ পালিত হয় ১৬সেপ্টেম্বর তারিখে।
পৃথিবীর বিভিন্ন দেশে এখনও নববর্ষ নতুন আশা, সুখ শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে আসে মানুষের মনে। তাই নববর্ষ আবাহন করা  হয় জাঁকজমক, আড়ম্বরের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

**************
তুষার ভট্টাচাৰ্য।
বহরমপুর। মুর্শিদাবাদ।
২৫/০৩/২০২৫








মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল