হর্ষ ও বিষাদ
হাইরে গেছে যেদিন গুলো
দুঃখ দিয়ে পিছে,
মনখানা ভার করিসনেকো
কাঁদিসনে আর মিছে৷
হর্ষ বিষাদ এই নিযে তো
জীবন বযে চলে,
সুখের হাসি মনের মাঝে
দুঃখ চোখের জলে৷
দুখের পরে আসবে রে সুখ
বিষাদ যাবে ঘুঁচে,
নতুন আশার আলোয় সেদিন
দুঃখ যাবে মুছে৷
ঝরলে পাতা তবেই গজায়
নতুন কিশলয়,
না হারালে চেপেই থাকে
হাইরে ফেলার ভয়৷
হাইরে যাওয়া কিচ্ছুটি আর
যায় না পাওয়া ফিরে,
নতুন করে ভাব না আবার
স্বপ্ন আছে ঘিরে৷
হাইরে গেছে যেদিন গুলো
দুঃখ দিয়ে পিছে,
নতুন রূপে আসবে ফিরে
কাঁদিসনে আর মিছে৷
====================
সুমন নস্কর
গ্রাম+পোষ্ট- বনসুন্দরিয়া
থানা- মগরাহাট
জেলা- দক্ষিণ ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন