প্রাপ্তি
জেগে ওঠা রোজ দরজা খোলার শব্দে,
হাতের মুঠো যখনই হবে শূন্য।
আমাদের মাঝে সে এক বিস্তর ফারাক,
তুমি আগুন, তার নীচে আমার পৃথিবী নগন্য।
নিরালা দুপুর বা মধ্যরাতের নিঃস্বতা,
দেখলে পড়ে মনে হয়, জুড়ে জুড়ে আছে।
ইচ্ছেরা দাঁড়াক এক পাশে, জানা যাবে
কতটা দাবী রাখে আগুনরা ধোঁয়ার কাছে।
এখানে বদলে যায় কত সহজেই,
মুখ আর মুখোশের সাধারণ খেলা।
কি হবে রেখে শব্দের আড়াল, চিরদিন তো
থাকবে না কিছু, সময় শিখিয়ে দেবে হারিয়ে ফেলা।
অনেক দূরে দাঁড়িয়ে থাকে মরীচিকা,
অজান্তে ছুঁয়ে দিয়ে যায় ছলনায়।
মানুষ ও তো রাজনীতিক ভাষায় কথা বলে
ওঠে, কিছুই আমার নয় তা জেনে ও সময়ের আয়নায়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন