নতুন খামে পুরোনো চিঠি
মুহুর্তের ব্যবধানে বছরের পার্থক্য ।
সঞ্চিত উল্লাসে নতুনত্বের উদযাপন ।
জরাগ্রস্ত কলেবর ছেড়ে এসেছে
কতো পুরোনো খোলস ।
পরশ্রীকাতরতায় আপন করে
নিয়েছে কতো উদ্বাস্তু পার্বণ ।
উপলব্ধিতে পুরোনো সব গ্লানি আবারো
সামনে এসে পড়ে ।
প্রায়শ্চিত্তের প্রলোভনে চলে আমিত্বকে এড়িয়ে যাওয়ার একরোখা প্রয়াস ।
কতো কিছুই না হারিয়ে গেছে ,
কতো সময় ,কতো মানুষ ।
কতো কিছুই না পেরিয়ে গেছে ।
তবে ফুরিয়ে যায় নি সবটা ।
বুদ্ধির কাছে শেষে হার মেনে যায়
বিবেকের সৎ পরামর্শ ।
অস্তিত্বের কাছে ম্লান হয়ে আসে ভাবমূর্তি ।
আবারো পুরোনো সব অভ্যাস জাঁকিয়ে বসে ।
নতুন নতুন গন্ধটা আস্তে আস্তে উবে যাচ্ছে যে ।
এর মধ্যেই হঠাৎ আবিষ্কার -
দরজার কাছে পড়ে একটা পুরোনো চিঠি ,
সযত্নে নতুন খামে ভরা আছে ।
===============================
-অমৃতা বিশ্বাস সরকার
বাঁকুড়া ,ভাদুল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন