নতুন প্রত্যয়ের সূচনা
কেটে গেল একটি বছর,
রয়ে গেল অনেক
হারিয়েছি অনেক, পেয়েছি অনেক-
হারানো প্রাপ্তির হিসাব নিয়েই তো,
নতুন প্রত্যয়ের সূচনা।।
হারিয়েছি সময়, হারিয়েছি অনেক আত্মজন ও প্রিয় গুনী মানুষকে।
যারা ছিল সমাজ ও সভ্যতার কারিগর।
হারিয়েছি বন্যায়, দূর্যোগে ও দূর্ঘটনায়
যারা দেশের সমস্ত স্থরের মানুষ!
হারিয়েছি দেশ বিদেশের অনেক-
কবি ,সাহিত্যিক, শিল্পী ও সৃজনশীল মানুষকে!
তবুও পেয়েছি তো অনেক -
বন্ধুত্ব, ভালো বাসা, স্নেহ..............."
পেয়েছি নতুন শিক্ষা, প্রতিবাদে র ভাষা ও জীবনীশক্তি।
আর চাওয়া পাওয়া সুখ দু্্খ -
বেদনাকে ই সঙ্গী করেই তো ,
আগামী জীবন যুদ্ধ!
আরও এক বছরের হিসাবে র ডায়েরি!
নতুন প্রত্যয়ে পেরোতে হবে-
এক একটি নদী।।
নতুন আশায়, নতুন নতুন কর্ম ও সৃষ্টির উল্লাসে।
তবেই তো পূর্ণ হবে হারানো -
প্রাপ্তির প্রত্যাশা পূরনের প্রত্যয়!
মগরাহাট। দক্ষিণ ২৪পরগনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন