কবিতা ।। নববর্ষ ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

কবিতা ।। নববর্ষ ।। অশোক দাশ

নববর্ষ

অশোক দাশ


পুরানো যাবেই চলে কালের নিয়মে,
নতুন  বছর  মারে  উঁকি   স্ব- হাস্যে।
আল্পনায় রাঙা নিকানো মাটির আঙিনা,
দুখের  মাঝে  একটু  সুখের  প্রত্যাশা। 

ধ্বংসের মারণ  যজ্ঞে  উন্মত্ত  তান্ডব,
বোমা বিধ্বস্ত গাজায় কান্নার কলরব।
ধর্ষিতা কন্যাহারা স্বজনের আকুল আর্তনাদ,
শিক্ষাগুরুর  লাঞ্ছনা  রক্তাক্ত  অসম্মান। 

পেটে মারা  মূল্যবৃদ্ধির  অসহনীয়  দাপট, 
প্রান্তিক মানুষের বেঁচে থাকার দুর্বিসহ যাপন।
নতুন কেনাকাটা প্রিয়জনের মুখে একটু হাসি, 
মধ্যবিত্ত জীবনে লেখা হয় যন্ত্রণার পদাবলী। 

কৃষকের  স্বপ্ন  ভাসে  নষ্ট  অকাল  বর্ষণ, 
কাজ হারা শ্রমিক  কাঁদে   অন্তর   বিমর্ষ।
এদের জীবনে নববর্ষ খুন্নি নিবৃত্তিতে মগ্ন,
ছেঁড়া  কাঁথায়  শুয়ে  লাখ  টাকার  স্বপ্ন।

 ঘরেতে জ্বলেনা প্রত্যাশার‌ দীপ আঁধারে নিমগ্ন,
অশ্রু নীরে ভাসে বুক  বিদ্রুপ  হানে  নববর্ষ।



অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment