নববর্ষের বার্তা ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 15, 2025

নববর্ষের বার্তা ।। সঞ্জয় বৈরাগ্য

নববর্ষের বার্তা

সঞ্জয় বৈরাগ্য


কালের নিয়মে একটা একটা করে দিন, মাস কেটে গিয়ে, ফিরে এলো আবারও একটি নতুন বছর। দুঃখ-সুখ, কষ্ট-যন্ত্রণা, সমস্যা-সমাধানের চক্রব্যূহে কখনও কখনও বাঁধা পড়ে আমাদের জীবন। রুদ্ধ হয় মানব জীবনের গতি। কিন্তু সেখানেই থমকে গেলে চলবে না আমাদের। ভুললে চলবে না, উপনিষদের সেই অমোঘ বাণী -- 'চরৈবেতি চরৈবেতি' অর্থাৎ এগিয়ে চলো, এগিয়ে চলো। আর জীবনের ঐ অন্ধকার সময় পার করে পৌঁছাতে হবে আমাদের আলোকতীর্থে।
আজ শুভ নববর্ষের এই শুভলগ্নে, বিগত বছরের সব চাওয়া না পাওয়া আর অপূরণীয় আশা মুছে দিয়ে, সবার হৃদয়ে পৌঁছে যাক্ নববর্ষের বার্তা। অহিংসা, সুস্থতা ও ভালোবাসা'য় ভরে উঠুক সবার জীবন।
হিংসা, বিদ্বেষ, হানাহানি, স্বার্থপরতা'র ঘোর অমানিশা মুছে, নতুন বছরে লক্ষ্য হোক শোষিত, বঞ্চিত মানুষদের মর্যাদা, সহমর্মিতা ও অধিকার রক্ষার। আর এসো সবাই হাত হাত রেখে, নতুন বছরে নিই নতুন শপথ --- 
'গরীব, দুঃখী, আর্ত যারা রয়েছে ফুটপাতে
বিবেকবোধে জাগ্রত হয়ে দাঁড়াবো তাদের পাশে।'



No comments:

Post a Comment