নতুন বছর
সুশান্ত সেন
নতুন প্রাণের পরশ ছোঁয়া দিলো
আজ প্রভাতের নবীন ক্ষণে
কোন সে বাণী জাগলো মনে
কে আমাকে সভায় ডেকে নিলো !
ধরতে হবে এখন সবার হাত
মোকাবিলা জীবন সংঘাত
বহুজনের সংকটেতে
রাখতে হবে আসন পেতে
আসুক ঝড় তবুও দিনরাত।
নতুন বছর অঙ্কুরিত প্রাণে
আশার আলোক জাগাক আহবানে
তারই সুরে সুর মিলিয়ে
পথ টি নতুন দাও চিনিয়ে
জীবন ভরে উঠুক গানে গানে।
=================
সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০
No comments:
Post a Comment